ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে প্রশিক্ষণ চুক্তি

প্রকাশিত: ১০:৩৮, ৯ জুন ২০১৯

 বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে প্রশিক্ষণ চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক বিজিবির জন্য কিনতে যাওয়া সর্বাধুনিক প্রযুক্তির অটোপাইলট যুক্ত হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করবে রাশিয়া। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরও জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর বিজিবি ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি মোতাবেক রাশিয়া দুটি অত্যাধুনিক হেলিকপ্টার বিজিবিকে সরবরাহ করবে। তারই ধারাবাহিকতায় গত ৩০ মে রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান হেলিকপ্টারস সদর দফতরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ও রাশিয়ান হেলিকপ্টারসের ডিরেক্টর সেলস আরটেম ফেটিসভের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
×