ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করবে ভারত

প্রকাশিত: ১০:৩৭, ৯ জুন ২০১৯

 পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার  নির্মাণ করবে  ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ কাশ্মীরে পাকিস্তান সীমান্তে ১৪ হাজার ৪শ’ কমিউনিটি বাঙ্কার তৈরি করবে ভারত। রাজৌরি জেলার কালসিয়ান সীমান্তর্তী একটি স্কুলে প্রথম বাঙ্কারটি তৈরি করা হয়েছে। খবর এনডিটিভির। বুধবারই উদ্বোধন করা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য নির্মিত বাঙ্কারটি। চলতি বছর ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান উত্তেজনা ও বিমান হামলার ঘটনার পরই বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিএডিপি) প্রকল্পের অধীনে ওই কর্মসূচী হাতে নেয়া হয়। ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে। সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের এক কর্মকর্তা বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ৭৫ শতাংশ বাঙ্কার তৈরির কাজ শেষ হয়ে যাবে। স্থানীয় অনেক বাসিন্দাই বাঙ্কার তৈরির জন্য তাদের জমি দিয়েছে। ভারতের অভিযোগ, পাকিস্তান প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করায় সীমান্তের বাসিন্দাদের আশ্রয়ের জন্য তৈরি হচ্ছে কমিউনিটি বাঙ্কার। সীমান্তে পাহারারত নিরাপত্তা বাহিনী ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাঙ্কার তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লী। কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, খাটুয়া ও সাম্বা জেলায় স্বতন্ত্র ও কমিউনিটি বাঙ্কার তৈরি করা হবে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে যাতে জম্মু-কাশ্মীরের বেসামরিক নাগরিকদের প্রাণহানি না হয়, সে লক্ষ্যেই এসব বাঙ্কার নির্মাণ করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির সময় বাঙ্কারগুলোর প্রত্যেকটিতে যাতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মানুষ থাকতে পারেন সেভাবেই এগুলো নির্মাণ করা হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ২২১ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত ও ৭৪০ কিলোমিটার নিয়ন্ত্রণরেখা (এলওসি) আছে। এদিকে ইসরাইলের কাছ থেকে আরও ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। এ নিয়ে তেল আবিবের সঙ্গে ৩০০ কোটি টাকার চুক্তি করেছে ভারতীয় বিমান বাহিনী। বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এই চুক্তি সই করা হয়। এসব ক্ষেপণাস্ত্রকে ‘বালাকোট বোমা’ বলে অভিহিত করা হচ্ছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইকের সময় এই বোমাই ব্যবহার করেছিল ভারত। চুক্তি অনুসারে, আগামী তিন মাসের মধ্যে এই স্পাইস বোমা ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবে ইসরাইল। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, মোট ১শ’ স্পাইস ২ হাজার বোমার চুক্তি করা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘রাফায়েল এ্যাডভান্স ডিফেন্স সিস্টেম’ বোমা তৈরির কাজটি পেয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম চুক্তি।
×