ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী

প্রকাশিত: ০৯:১৭, ৯ জুন ২০১৯

 ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শেখ সামাদ পরিচালিত ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নিয়মিত প্রদর্শনী শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর ঘোড়া মারা স্থানীয় পদ্মা হলে শনিবার চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনী হয়। এর মধ্যে বিকেল ৫-৩০ মিনিটে একটি এবং সন্ধ্যা ৭-৩০ মিনিটে চলচ্চিত্রটির আরও একটি প্রদর্শনী হয়। অতি শীঘ্রই চলচ্চিত্রটির আরও একাধিক প্রদর্শনী হবে বলে জানা গেছে। শেখ সামাদ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’। এটি তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়া মাহমুদ, আমিনুল হক আমিন, রাবেয়া মেহজাবীন, সেলিম রেজা, শ্রাবণী, প্রমি, শাহদৌলা দিপু, শংকর বধু, আসলাম রাজসহ অনেকে। শাহী ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন লাল মোহাম্মদ। চলচ্চিত্রের একটি গান গেয়েছেন বিপাশা। সুর করেছেন প্লাবন চৌধুরী। ১৮ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসবেও পাঠানো হবে। ‘টাইম’ চলচ্চিত্রটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। এতে উঠে এসেছে মধ্যবিত্ত পরিবারের কন্যা রিতার গল্প। চলচ্চিত্রের কাহিনীতে দেখা যায় রিতা পড়ালেখায় ভাল। তার সাধনা পড়ালেখার মাধ্যমে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। তাই সে বিসিএস পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে। পরীক্ষা দিতে মামার সঙ্গে ঢাকায় আসে। মামার উদাসীনতায় বিসিএস পরীক্ষার কেন্দ্র ভুল করে। যখন পরীক্ষার কেন্দ্র খুঁজে পায় তখন মূল গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গেটে দাঁড়িয়েই আহাজারি করে মেয়েটি। এভাবেই এগিয়ে যায় ‘টাইম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প। প্রসঙ্গত পরিচালক শেখ সামাদ এর আগে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিয়ে ‘আর কত দূর’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটি দর্শকের কাছে প্রশংসিত হয়।
×