ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সেইভ লাইভ’ চলচ্চিত্রে আহমেদ সাজু

প্রকাশিত: ০৯:১৭, ৯ জুন ২০১৯

 ‘সেইভ লাইভ’ চলচ্চিত্রে আহমেদ সাজু

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম মেধাবী অভিনয়শিল্পী আহমেদ সাজু। মঞ্চে কাজ করার পাশাপাশি অসংখ্য টিভি নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অনেকটা দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন। নিয়মিত অভিনয়ের ধারাবাহিকতায় ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নিয়মিত কাজের ধারাবাহিকতায় সম্প্রতি ‘সেইভ লাইভ’ নামে একটি চলচ্চিত্রের অভিনয় করছেন সাজু। ইতোমধ্যে চলচ্চিত্রটির শূটিং শুরু হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মেধাবী নির্মাতা আমিরুল ইসলাম শোভা। আহমেদ সাজু ছাড়াও এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ফেরদৌস, চম্পা, পপি, অবিদ রেহান, আইরিনসহ আরও অনেকে। ফায়ার সার্ভিসের সদস্যদের জীবন কাহিনী অবলম্বনে চলচ্চিত্রের গল্পটা এগিয়েছে। চলচ্চিত্রে আহমেদ সাজু একজন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। আহমেদ সাজু বলেন, আমিরুল ইসলাম শোভা অত্যন্ত দক্ষ পরিচালক। তিনি কাজের বেলায় কোন ছাড় দেন না। যে কোন দুর্যোগ মোকাবেলায় একজন ফায়ার সদস্য কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তা এই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ না হলে তা হয়ত অজানাই থেকে যেত। আমি এই চলচ্চিত্রের বিষয়ে অত্যন্ত আশাবাদী। ঈদের পর থেকে আবারও রীতিমতো চলচ্চিত্রের কাজ শুরু হবে। এদিকে প্রতিবারের মতো এবারের ঈদেও আহমেদ সাজুর একাধিক টেলিভিশন নাটক প্রচার হয়। বৈশাখী টিভিতে প্রচার হবে সিদ্দিকুর রহমানের ‘একের মাল’, বাংলাভিশনে সুমন আনোয়ারের ‘অন্ধকার ঢাকা’। ঈদ উপলক্ষে মুক্তার হোসাইনের পরিচালনায় ‘এলো এলো খুশীর দিন’ মিউজিক ভিডিও রিলিজ হয়েছে।ভিডিওটিতেও অনেকটা চলচ্চিত্রের গানের মতোই নাচে গানে ভরপুর। এ ছাড়াও আরটিভিতে প্রচার হচ্ছে ফরিদুল হাসানের ধারাবাহিক ‘লাকি থার্টিন’, লিটু করিমের ওয়েব সিরিজ ‘পাগলা প্রেমিক’ প্রভৃতি। মা-বাবা স্বপ্ন পূরণ করতেই মূলত মিডিয়াতে আসা। দর্শকের ভালবসা পেলে আরও অনেক দূর এগিয়ে যেতে চান আহমেদ সাজু। বর্তমানে তিনি থিয়েটার সেন্টারের মঞ্চ নাটকেও অভিনয় করছেন।
×