ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আপেলের গান

প্রকাশিত: ০৯:১৬, ৯ জুন ২০১৯

 আইসিসি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আপেলের গান

স্টাফ রিপোর্টার ॥ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ উপলক্ষে ‘বাংলাদেশ’ শিরোনামে ব্যতিক্রমী মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী ম্যাক আপেল। গানের কথা রচনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন আপেল। ঐতিহ্যবাহী বাংলা জারিগানের সুরে তৈরি গানটির ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনা এবং খেলোয়ারদের পরিচিতি তুলে ধরা হয়েছে। ভিডিওর চিত্রায়নে ছিলেন নাফিউল ইসলাম। গানের চিত্রায়নে শিল্পী ম্যাক আপেলের সঙ্গে মডেল হয়েছেন নুর, বাবু, সাজিন, অভি, পারশা, সম্পৃতা, সোমা, ইতি, ইমরান, কমল, বিপ্লব, সুমি ও রাকিব। অনেকটা ভিন্ন ধাঁচের মনোমুগ্ধকর গানটি ম্যাক আপেলের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ম্যাক আপেল’-এ পাওয়া যাচ্ছে। ভিডিওটি প্রসঙ্গে শিল্পী ম্যাক আপেল বলেন, আমার এই ভিডিওতে বাংলাদেশ ক্রিকেট থিম সং অবমুক্ত হয়েছে। বাংলা লোক সঙ্গীতের অন্যতম ধারা জারিগানের সুর অনুসরণে গানটির সুর করা হয়েছে। গানটিতে বাদ্যযন্ত্র হিসেবে ক্রিকেট খেলার সামগ্রী যেমন ব্যাট, বল, প্যাড, হেলমেট, গ্লাভস, স্ট্যাম্প প্রভৃতি ব্যবহৃত হয়েছে। স্টেডিয়ামে ধারণকৃত ভিডিওচিত্রে আমার সঙ্গে অর্ধ শতাধিক শিল্পী ও কলাকুশলী অংশ নিয়েছেন। গানটির সঙ্গীত আয়োজন করেছি আমি নিজেই। ইতোমধ্যে ভিডিওটি দেখে অনেই প্রশংসা করেছেন। আসলে যা কিছু করি দর্শক শ্রোতাদের জন্যই। কোন কাজ তাদের ভাল লাগলে আমার শ্রম স্বার্থক। শ্রোতা-দর্শকদের ভালবাসা নিয়ে আমি আরও অনেক ভাল ভাল কাজ করতে চাই। আপেল ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠে অংশ নিয়ে ফাইনালে ওঠেন। শুরুটা ফোক গান দিয়ে হলেও আপেল বর্তমানে সব ধরনের গানই করেন। তিনি একাধিক দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। সরকারী আজিজুল হক কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর আপেল গান করার পাশাপাশি বিভিন্ন যন্ত্র বাজাতে পারদর্শী। ব্যান্ড দল ‘পাগলা ডটকম’ এর প্রধান ভোকাল এবং বেইজ গিটারিষ্ট। শুধু ব্যান্ড দলেই কাজ করেননি। তিনি দীর্ঘদিন বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারে ছিলেন। আপেল এরই মধ্যে সুপিন বর্মনের ‘দ্রোহ’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার জন্য শুভ কামনা।
×