ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিএমভির ঈদ আয়োজন

প্রকাশিত: ০৯:১৬, ৯ জুন ২০১৯

সিএমভির ঈদ আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বরাবরের মতো এবারও জমকালো ঈদ উপহার নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। তারকাবহুল অডিও গানের পাশাপাশি এবারের আয়োজনে রয়েছে মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বেশ কয়েকটি নাটক। সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবার তাদের ব্যানার থেকে প্রকাশ পেয়েছে তাহসান, মিজান, পান্থ কানাই, মাহতিম সাকিবের মতো তারকা শিল্পীদের নতুন গান। বিশেষ চমক হিসেবে আছে নন্দিত লোকশিল্পী কাঙালিনী সুফিয়ার একটি মিউজিক্যাল ফিল্ম। সিএমভির ব্যানারে প্রকাশ প্রতীক্ষিত অডিও গানের মধ্যে রয়েছে তাহসানের কণ্ঠে ‘ডানা নেই’। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন আহম্মেদ হুমায়ূন। মিজানের ‘অন্ধ কৃতদাস’ গানটির কথা ও সুর করেছেন সেতু চৌধুরী। মহসিন মেহেদীর কথায় আহমেদ রাজীবের সুরে পান্থ কানাইয়ের গান ‘সোনা যাদু’। মাহতিম সাকিবের ‘রেখো তোমার করে’ গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন আভ্রাল শাহির। ‘ললনা’ খ্যাত শেখ সাদীর নতুন গান ‘নেই হয়ে আছ’, লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন আহম্মেদ হুমায়ূন। মার্সেলের সুরে পূজার গান ‘বিষণ্ণ মন’, লিখেছেন মেহেদী হাসান লিমন। রবিউল ইসলাম জীবনের কথায় মার্সেলের সুরে ‘সরল মাইয়া’ গানটি গেয়েছেন অলিভা। অডিও গানগুলো দেশের সবক’টি সঙ্গীতভিত্তিক এ্যাপের পাশাপাশি লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। অন্যদিকে এই ব্যানারের অন্যতম ঈদ চমক হয়ে নন্দিত লোকশিল্পী কাঙালিনী সুফিয়ার নতুন গান-ভিডিও ‘প্রেমিক বাঙাল’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন মার্সেল। গানটিতে কাঙালিনীর সহশিল্পী হিসেবে আছেন কণা ও মার্সেল। এটির ভিডিও নির্মাণ করেছেন রাজু রাজ। এতে নতুনরূপে মডেল হয়েছেন কাঙালিনী সুফিয়া। এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে সিএমভির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘আমরা বরাবরই চেষ্টা করি শ্রোতা-দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে। তবে এবারের আয়োজন অন্য যে কোন ঈদের চেয়ে ব্যতিক্রম করার চেষ্টা করছি। অডিও, ভিডিও, নাটক, শর্টফিল্ম- সবই থাকছে এবার। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের আয়োজনে প্রীত হবেন। সবার মঙ্গল কামনায় ঈদের অনেক অনেক শূভেচ্ছা। ঈদ মোবারক।--
×