ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রকাশিত: ০৭:০২, ৮ জুন ২০১৯

টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। এ প্রতিদেন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩ ওভারে ১৮ রান। শনিবার (০৮ জুন) টনটনের দ্য কুপার এ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দশ উইকেটের সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশের বিপক্ষে দুই উইকেটে জয় পেতে ভাগ্যের সহায়তা পেতে হয়েছে নিউজিল্যান্ডকে। ওভালে বাংলাদেশের করা ২৪৪ রান তাড়া করে টানা দুই ম্যাচে কিউইদের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন ৮২ রান করা টেইলর। অন্যদিকে মাত্র দ্বিতীয়বারের মতো ৫০ ওভারের বিশ্বকাপ খেলা আফগানিস্তান টুর্নামেন্টে এ পর্যন্ত তাদের দুই ম্যাচেই পরাজিত হয়েছে। তবে লড়াই করেছে। গত ম্যাচে শ্রীলংকার কাছে পরাজিত হওয়া ম্যাচে ৩০ রানে চার উইকেট শিকার করা মোহাম্মদ নবীকে নিয়ে স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন রশীদ খান। তবে দলটিকে ভাবাচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। কার্ডিফে মঙ্গলবার বৃস্টি বিঘ্নিত ম্যাচে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় আফগানরা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। তাদের ওপরে ইংল্যান্ড ও ভারত। আর প্রতিপক্ষ আফগানিস্তানের অবস্থান দশ নম্বরে। নিউজিল্যান্ড স্কোয়াড কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। আফগানিস্তান স্কোয়াড গুলবাদিন নাইব (অধিনায়ক), ইকরাম আলী (ইনজুরিতে বাদ পড়া মোহাম্মদ শাহজাদের বদলি), হযরতউল্লাহ জাজাই, নূর আলি জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশীদ খান, মুজিব-উর-রহমান, নাজিবুল্লাহ জাদরান, দৌলত জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, আফতাব আলম, হামিদ হাসান।
×