ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে হামলা পরিকল্পনায় বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৩, ৮ জুন ২০১৯

 নিউইয়র্কে হামলা  পরিকল্পনায়  বাংলাদেশী  গ্রেফতার

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা পরিকল্পনার অভিযোগে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আশিকুল আলম (২২) নামের এই যুবক নিউইয়র্কের কুইন্সে থাকেন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। একটি অস্ত্র কিনতে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আশিকুল আলাপচারিতায় টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশের পর নজরদারিতে ছিলেন। ছদ্মবেশে একজন গোয়েন্দা তার পিছু নেয়। তার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনার বিষয়ে আলোচনা করেন আশিকুল। সিরিয়াল নম্বর নষ্ট করা আগ্নেয়াস্ত্র কিনতে চান তিনি। এফবিআই এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সদস্যরা তাকে গ্রেফতার করে।
×