ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পশুদের প্রতি নিষ্ঠুরতা রুখতে

প্রকাশিত: ১০:১৫, ৮ জুন ২০১৯

 পশুদের প্রতি  নিষ্ঠুরতা রুখতে

সার্কাস মানেই মানুষের সঙ্গে পশুদের রকমারি খেলা। কিন্তু অনেক সময়ই পশুদের দিয়ে সেই খেলা দেখানো তাদের প্রতি অত্যাচারের শামিল হয়ে দাঁড়ায়। তাই নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং মেক্সিকোর মতো একাধিক দেশ সার্কাসে পশুদের দিয়ে খেলা দেখানো বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে যেন সার্কাসের সমস্ত মজাই মাটি। এই অবস্থায় সব থেকে অভিনব পদক্ষেপ নিয়েছে জার্মানির সুপ্রাচীন সার্কাস রনকলি। পশুদের ব্যবহার না করে সংস্থাটি পশুদের থ্রিডি হলোগ্রাম ব্যবহার শুরু করেছে সম্প্রতি। এই থ্রিডি হলোগ্রামের সাহায্যে পশুরাই যেন জ্যান্ত হয়ে দাপাচ্ছে সার্কাসের তাঁবু। বিশ্বের ইতিহাসে সার্কাস রনকলিই প্রথম যে পশুদের হলোগ্রাম ব্যবহার করে থ্রিডি প্রজেকশনে সার্কাসে এই নতুন ধারা চালু করল। এর জন্য সংস্থাটি সাহায্য নিয়েছে ব্লু বক্স আর অপটোমার। পুরনো সার্কাস সত্যিই এখন অচল। সার্কাসের আকর্ষণ বাড়াতে থ্রিডি এবং অপটোমা ভিডিও ব্যবহার সত্যিই যুগোপযোগী, এমনটাই জানালেন জার্মান টিভি সঞ্চালক ম্যাক্স স্কতজার।-ওয়েবসাইট
×