ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৭, ৮ জুন ২০১৯

  বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে বাগেরহাট ও বরগুনায় দুই শিশু শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শিশু দুটি মারা যায় বাগেরহাটের সদর উপজেলার পোলঘাট গ্রামে এবং অন্যজনের মৃত্যু হয় বরগুনার আমতলা উপজেলার রায়বালা গ্রামে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার পোলঘাট গ্রামে ঈদের দিন বুধবার দুপুরে বজ্রপাতে মারিয়া আক্তার (১০) ও রানী (১১) নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় রাজু (১২) নামে আরেক শিশু গুরুতর আহত হয়। মারিয়া ঘটনাস্থলে এবং রানী খুমেক হাসপাতালে মারা যায়। তারা পরিবারের সঙ্গে একটি মৎস্য ঘেরের বাসায় ছিল। তখন প্রচন্ড বজ্র-বৃষ্টি শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত উভয়ে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। মারিয়া পোলঘাট গ্রামের শেখ ইলিয়াছ আলীর মেয়ে। আমতলী, বরগুনা ॥ জেলার আমতলী উপজেলা রায়বালা গ্রামে ঈদের দিন সকালে বজ্রপাতে বড় ভাই কাওসারের মৃত্যু এবং ছোট ভাই আসলাম গুরুতর আহত হয়েছে। আহত ছোট ভাইকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×