ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চাঁদ দেখা নিয়ে বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনার ঝড়

প্রকাশিত: ০৯:৫৫, ৮ জুন ২০১৯

 চাঁদ দেখা নিয়ে বিতর্কিত  সিদ্ধান্তে সমালোচনার  ঝড়

স্টাফ রিপোর্টার ॥ চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির বিতর্কিত সিদ্ধান্তের কারণে সারাদেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমালোচকরা চাঁদ দেখা কমিটির কর্মকান্ড এবং চাঁদ দেখা পর্যালোচনা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন। এ নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক এবং হাস্যরস করতে ছাড়েনি কেউ কেউ। তারা বলছেন ঈদ উল ফিতরের মতো একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের চাঁদ দেখা নিয়ে চরম অদক্ষতার পরিচয় দিয়েছে চাঁদ দেখা কমিটি বলে মন্তব্য করেন। তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ঈদ উল ফিতর উদযাপন নিয়ে দেশবাসী বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এক মাস সিয়ামসাধনা শেষে গত বুধবার দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু এই ঈদ উল ফিতরের চাঁদ দেখা নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তন দেশবাসীকে ঈদ পালন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় নিয়ম অনুযায়ী চাঁদ দেখা কমিটির বৈঠকে বসে। কিন্তু বৈঠকে প্রায় ২ ঘণ্টা পরেও চাঁদ দেখা নিয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারেনি তারা। সারাদেশবাসী অধীর আগ্রহ নিয়ে চাঁদ দেখা কমিটি উপর সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত রাত ৯টার পর তারা জানায় দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবারে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদ ফিতর। কিন্তু শেষ পর্যন্ত চাঁদ দেখা কমিটি তাদের এই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। রাত সোয়া ১১টার দিকে পুনরায় বৈঠক করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে জানায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার পালিত হবে ঈদ উল ফিতর। ততক্ষণে অনেকেই পরেদিন রোজা রাখান প্রস্তুতি নিয়েছে। মসজিদে মসজিদে তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে। অনেকে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু চাঁদ দেখা কমিটির গভীর রাতে সিদ্ধান্তের কারণে রাতেই আবার ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু চাঁদ দেখা কমিটির এবার এই সিদ্ধান্ত পরিবর্তনে অনেকেই বিস্মিত হয়ে পড়ে। এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বলছে একটু অপেক্ষা করলে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ না দেখে সূর্য দেখতে পেত। মঙ্গলবার চাঁদ দেখা কমিটির প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকের পর ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পালিত হবে ঈদ উল ফিতর। এর প্রায় ২ ঘণ্টার পর তিনি আরেক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। বুধবার পালিত হবে ঈদ। তিনি বলেন, প্রথমে তারা যখন বৈঠক করেন তখন জেলার কর্মকর্তা আলেম ওলামাদের সঙ্গে আলাপ করেও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সারাদেশে খোঁজ খবর নেয়ার পর জানতে পারলাম এখন পর্যন্ত ঈদের চাঁদ কোথাও দেখা যায়নি। কিন্তু এই ঘোষণা প্রচারিত হওয়ার পরেই কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গমারী উপজেলা এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনেক ব্যক্তি স্থানীয় নির্বাহী কর্মকর্তাদের জানান যে তারা চাঁদ দেখতে পেয়েছেন। এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের সচিবদের অবহিত করেন। চাঁদ দেখা কমিটিতে বিষয়টি জানানো হয়। রাতে পুনরায় কমিটির সদস্যরা বৈঠক করে বুধবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেন। তিনি গণমাধ্যমকে বলেন, শরিয়া মোতাবেক যদি কমপক্ষে দুইজন ঈমানদার ব্যক্তি চাঁদ দেখার ঘোষণা দেন তাহলে সেই ঘোষণা মেনে নেয়া উচিত। তাই পরবর্তী সময়ে চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত সংশোধিত ঘোষণা দেয়া হয়েছে। চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানানোর পর অনেকে এ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করতে ছাড়েনি। অনেকে লিখেছেন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আরও একবার টিভি স্ক্রল দেখে নিই। বলা যায় না আবার চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হচ্ছে না বলেও ঘোষণা আসতে পারে। অনেকে ফেসবুকে চাঁদ দেখার ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে তাদের কর্মকা-ের সমালোচনা করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন সৌদির আবরও আমাদের দেশে পশ্চিমে অবস্থানের কারণে তাদের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান মাত্র তিন ঘণ্টা। কিন্তু এই তিন ঘণ্টা সময়ের ব্যবধানের কারণে প্রতিবছর সৌদি আরব আমাদের চেয়ে একদিন আগে ধর্মীয় উৎসব পালন করে থাকে। এবারও সৌদিতে একদিন আগে রোজা শুরু হয়। চাঁদ দেখার পর গত মঙ্গলবার সেখানে ঈদ উল ফিতর পালিত হয়েছে। তারা বলেন, তিন ঘণ্টা সময়ের ব্যবধানের কারণে ঈদ রোজার মতো অনুষ্ঠান ২ দিন পরেই হওয়ার কথা নয়। এছাড়া পৃথিবীর অনেক দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে থাকেন। দক্ষিণ এশিয়ায় পাকিনস্তানও আগেই বুধবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেয়। এছাড়া বাংলাদেশের আশপাশে মুসলিম দেশ যথা মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে বুধবার ঈদ পালনের ঘোষণা দেয়া হয়। তারা বলেন দেশে যখন চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দেয়া হয়, তারপরেই কলকাতায় শাওয়ালে চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেয়া হয়। পার্শ¦বর্তী এসব দেশের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান কোনদিন দু’দিন হতে পারে না। চাঁদ দেখা কমিটির অযোগ্যতা এবং অদক্ষতার কারণে এমন ঘটনা ঘটেছে যা দেশবাসী আগে প্রত্যক্ষ করেনি। এবারের ঈদের চাঁদ দেখা নয়, এর আগেও শাবান মাসের চাঁদ দেখা নিয়ে দেশে বিভিন্ন মাধ্যমে বির্তক শুরু হয়। এনিয়ে সিদ্ধান্ত জানাতে আদালতের দারস্থ পর্যন্ত হতে হয়েছে। ওই সময় একটি পক্ষ দাবি করে জানায় চাঁদ দেখার নির্দিষ্ট দিনে তারা শাবান মাসের চাঁদ দেখেছে। ২০ এপ্রিল তারা শব-ই-বরাত পালনের দাবি জানান। এদিকে বিশেষজ্ঞরা বলছেন চাঁদ দেখা কমিটির উচিত হবে চাঁদের গাণিতিক হিসাবও বিবেচনায় নেয়ার। কারণ আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে এবং আকাশে মেঘ থাকলে চাঁদ দেখা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে চাঁদ দেখা কমিটির উচিত হবে গাণিতিক হিসাব পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়ার। কারণ চাঁদ উঠা সম্পর্কে নির্ভুল গাণিতিক হিসাব অনেক আগে থেকে দিয়ে আসছেন জ্যোতির্বিদরা। বাংলাদেশে এ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির পক্ষ থেকে এবার আগেই জানানো হয়েছিল মঙ্গলবার দেশের আকাশে চাঁদ দেখা যাবে। তারা আগেই জানিয়ে দেয় ৪ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে শাওয়ালের চাঁদ দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রী উপরে চাঁদের অবস্থান থাকবে। ৫৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে ৭টা ৪১ মিনিটে অস্ত যাবে। এ সময় চাঁদের ১ অংশ আলোকিত থাকবে। মেঘ পরিষ্কার থাকলে এটি স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টা ৪০ মিনিট। সবচেয়ে ভালভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে। বিশেষজ্ঞরা বলছেন চাঁদের গাণিতিক হিসাবে বিবেচনায় নিলে আজ এই বিতর্কের মধ্যে পড়তে হতো না জাতীয় চাঁদ দেখা কমিটির।
×