ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উত্তর প্রদেশে ধূলিঝড় ও বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৪, ৮ জুন ২০১৯

  উত্তর প্রদেশে  ধূলিঝড় ও  বজ্রপাতে  ১৯ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতের কবলে পড়ে ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। শুক্রবার রাজ্যের ত্রাণ কমিশনের এক বিবৃতির সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো হতাহতের এই তথ্য দিয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজারের। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যায় প্রবল ধূলিঝড়। এর ফলে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এমনকি বহু বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে ঝড়ের তাণ্ডবে। সঙ্গে ছিল বজ্রপাত। ত্রাণ কমিশনের বিবৃতির সূত্রে দেশটির সম্প্রচারমাধ্যম জানায়, প্রবল ধূলিঝড় এবং বজ্রপাতের কবলে পড়ে মইনপুরিতে ৬ জন, এটাহতে ৩ জন, কাসগঞ্জে ৩ জন এবং মোরাদাবাদ, বদায়ু, মথুরা, কনৌজ, সম্ভল এবং গাজিয়াবাদে ১ জন করে মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষতিগ্রস্তরা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
×