ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপহৃত শিশু উদ্ধার

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৯:৫৪, ৮ জুন ২০১৯

 কক্সবাজারে  বন্দুকযুদ্ধে  ৩ রোহিঙ্গা  নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মাদক ব্যবসা ও শিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য। নিহত ৩ জনই রোহিঙ্গা। শুক্রবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, নিহতরা হলো থাইংখালি ক্যাম্পের সি-২ ব্লকের মোক্তার আহমদের পুত্র নুর আলম (২১), সি-১ ব্লকের নুর মোহাম্মদের পুত্র শামসুল আলম (৩৫) এবং লেদা রোহিঙ্গা বস্তির আজিজুর রহমানের পুত্র হাবিব (২০)। গুলিবিদ্ধ এ ৩ জনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, লেদা সি-ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকীর তিন বছর বয়সী শিশু সন্তান রমজান আলীকে অপহরণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। গত ১ জুন এ অপহরণের ঘটনা ঘটে। চাঁদা দিতে অক্ষম ওই পরিবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। শুক্রবার ভোর রাতে অপহরণকারী চক্রটি লেদা ক্যাম্পের পেছনে পাহাড়ি এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছা মাত্র অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে অপহৃত শিশু রমজানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ সেখান থেকে ৩টি বন্দুক এবং ৮টি গুলি উদ্ধার করেছে।
×