ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মেডিক্যালে বোমায় বিএনপি উদ্বিগ্ন

প্রকাশিত: ০৯:৫১, ৮ জুন ২০১৯

 বঙ্গবন্ধু  মেডিক্যালে বোমায় বিএনপি উদ্বিগ্ন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও নিরাপত্তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়ে অবিলম্বে খালেদা জিয়ার নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। রিজভী বলেন, বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে বোমা উদ্ধারের খবরে বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কোন গোষ্ঠী পরিকল্পিত এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ইতোমধ্যেই বিএনপির তরফ থেকে বিষয়টি নিয়ে নানাভাবে ইস্যু বানানোর চেষ্টা চলছে। গত বুধবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি পেট্রোলবোমা উদ্ধার হয়। বোমাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আবদুল হান্নানের কার্যালয়ের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে, বিশেষ করে দুর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালটিতে চিকিৎসাধীন থাকায় আলোচনা-সমালোচনাসহ নানা গুঞ্জন আস্তে আস্তে ডালপালা বিস্তার করতে শুরু করেছে। ইতোমধ্যেই পুলিশ, গোয়েন্দা সংস্থা, ডিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বিষয়টি ঘিরে গভীর তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় শাহবাগ মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, পেট্রোলবোমাটি একটি ছোট বোতলে তৈরি। বোতলে প্রায় আধা লিটারের মতো পেট্রোল ছিল। বোমাটি অতটা শক্তিশালী নয়। তদন্ত সংস্থার এক উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ নিয়ে একাধিক গ্রুপের সৃষ্টি হয়েছে। গ্রুপগুলোর মধ্যে চলমান কোন্দলের জের ধরে ৩ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে কাগজে পর পর দুই বার আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। দায়িত্বরত আনসাররা আগুন দ্রুত নেভাতে সক্ষম হন। গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই বুধবার গভীর রাতে আবারও রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে দুটি পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত থাকে। যে বোমাটি বিস্ফোরিত হয়েছে সেটিও অতটা শক্তিশালী ছিল না। বোমা বিস্ফোরণের পর সেখানে আগুন লেগেছিল। দায়িত্বরত আনসাররা ছাড়াও শাহবাগ থানা পুলিশ গিয়ে সেই আগুন নিভিয়ে ফেলে। অবিস্ফোরিত পেট্রোল বোমাটি পড়ে থাকার বিষয়ে সংবাদ দেয় হাসপাতালের দায়িত্ব থাকা আনসাররাই। বৃহস্পতিবার শাহবাগ থানা পুলিশ গিয়ে বোমাটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করে। আগুনে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনাস্থলের খুব কাছের সিসি ক্যামেরাটি নষ্ট থাকায় তার ফুটেজ পাওয়া যায়নি। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জনকণ্ঠকে বলেন, নিয়োগ নিয়ে ঝামেলার সূত্রধরেই কোন পক্ষ এ ঘটনা ঘটাতে পারে। ইতোমধ্যেই ঘটনার প্রকৃত কারণ জানতে নানাভাবে চেষ্টা চলছে। তদন্ত সংস্থাগুলোর এক উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় দ-িত হয়ে কারাগারে থাকতে হবে, এমনটা কারও ভাবনায়ও ছিল না। তাকে মুক্ত করতে নানা আন্দোলন সংগ্রাম করার অতীতে ঘোষণা এসেছে। কিন্তু বাস্তবে ওসব ঘোষণা বাস্তবায়িত হয়নি। খালেদা জিয়ার জন্য সারাদেশে তেমন কোন আন্দোলন সংগ্রামই গড়ে ওঠেনি। এজন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে ঝামেলা থাকার সুযোগ নিয়ে অথবা খালেদা জিয়া হাসপাতালটিতে চিকিৎসাধীন থাকায় অত্যন্ত পরিকল্পিতভাবে কোন গোষ্ঠী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনা ঘটিয়ে নানাভাবে গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়ে বক্তৃতা বিবৃতি দিয়ে খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের সহানুভূতি সৃষ্টির চেষ্টা চলছে। যাতে আগামী ঈদের পর পরই বিএনপিসহ অন্যান্য শরিক দল খালেদা জিয়াকে মুক্ত করতে যে আন্দোলনে নামার চেষ্টা করছে, তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সেই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো বিএনপিসহ অন্যান্য দলের তরফ থেকে বোমার বিষয়ে নানা বিবৃতি আসছে। এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসপাতালটি নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। সেখানে পেট্রোল বোমা কিভাবে গেল। এটি একটি নীল নক্সা। এর পেছনে ওপর মহলের পৃষ্ঠপোষকতা আছে। জনগণও এমনটাই আশঙ্কা করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ওই হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন আছেন। নিরাপত্তা জোরদারের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবি করেন রিজভী। হাসপাতালে বোমা প্রবেশের পেছনে একটি বড় রকমের মাস্টারপ্ল্যান আছে। সরকার কি উদ্দেশ্যে এমন মাস্টারপ্লান করেছে সেটা বলা মুশকিল বলেও দাবি করেন রিজভী।
×