ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টার্কের দ্রুততম ১৫০

প্রকাশিত: ০৯:৩৪, ৮ জুন ২০১৯

 স্টার্কের দ্রুততম ১৫০

স্পোর্টস রিপোর্টার ॥ নটিংহ্যামে অনেক ঘটনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ক্যারিবীয় ইনিংসের শেষ পাঁচ ওভারে কার্লোস ব্রেথওয়েট, জেসন হোল্ডার ও শেলডন কটরেলকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন মিচেল স্টার্ক। এর মধ্যে ৪৬তম ওভারের শেষ বলে প্রতিপক্ষের অধিনায়ক হোল্ডারকে ফিরিয়ে দ্রুততম ১৫০ ওয়ানডে উইকেটের রেকর্ড গড়েন ২৯ বছর বয়সী এই পেসার। ৭৭ ওয়ানডেতে স্টার্কের এখন মোট উইকেট ১৫১টি। রেকর্ডটির আগের মালিক ছিলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। ১৫০ উইকেট পেতে ৭৮ ম্যাচ লেগেছিল তার। স্টার্ক বলেন, ‘এটা হয়তো অনেকটা অনিশ্চিত ছিল। তবে আমাদের সবার বিশ্বাস ছিল এবং আমাদের দলে অনেক ভাল বোলার আছে। আমরা জানি যে আমাদের এমন বোলার আছে যারা ডেথ ওভারে বল করতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি যতদিন দলে এভাবে অবদান রেখে যেতে পারব সেটা দলের সামনে এগিয়ে যাওয়ার ভাল লক্ষণ হবে। সবাই মিলে ভাল পারফর্মেন্স করতে পারব। সবাই অবদান রাখলে এবং টুর্নামেন্টে ভাল খেললে তা অস্ট্রেলিয়ার জন্য খুবই ইতিবাচক হবে।’
×