ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যান্ডবলে মালদ্বীপ মাতাচ্ছেন বাংলাদেশের সুমি

প্রকাশিত: ০৯:৩৩, ৮ জুন ২০১৯

 হ্যান্ডবলে মালদ্বীপ মাতাচ্ছেন বাংলাদেশের সুমি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম হ্যান্ডবলার হিসেবে বিদেশের লীগে খেলেন সুমি বেগম ২০১৭ সালে। সিক্স মিটার পজিশনের খেলা সুমি সেবার খেলেছিলেন মালদ্বীপের ড. আব্দুল সামাদ মেমোরিয়াল হসপিটাল হ্যান্ডবল দলের হয়ে, হাভারু উইমেন্স হ্যান্ডবল টুর্নামেন্টে। সেই আসরে ১৬ গোল করেছিলেন সুমি। হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। দলকেও চ্যাম্পিয়ন করেছিলেন। দু’বছর পর এবার আবারও মালদ্বীপের ‘হাভারু ওমেন্স হ্যান্ডবল টুর্নামেন্ট’-এ খেলার ডাক পেয়েছেন। এবার খেলবেন মালদ্বীপের থিনাদো দ্বীপের লাম্বাদা ক্লাবের হয়ে। ইতোমধ্যেই তিনটি ম্যাচও খেলে ফেলেছেন। জিতেছেন প্রতিটিতেই। তিন খেলায় সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে লাম্বাদা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং তারা পৌঁছে গেছে সেমিফাইনালে। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে ২৬ বছর বয়সী সুমির ক্লাব লাম্বাদা প্রথম ম্যাচে আকুয়া প্যারাডাইস স্পোর্টসকে ১৯-১৮ গোলে, দ্বিতীয় ম্যাচে যুম্বা হ্যান্ডবল টিমকে ১৯-৪ গোলে এবং তৃতীয় ম্যাচে বিল্লাবং হাই এমএমকে ৩০-২ গোলে হারায়। তৃতীয় ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সুমি। দলের হয়ে একাই করেন ১৮ গোল।
×