ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোপায় নেই নেইমার

প্রকাশিত: ০৯:৩২, ৮ জুন ২০১৯

 কোপায় নেই নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ডান পায়ের লিগামেন্টের চোটে আবারও মাঠের বাইরে নেইমার। খেলতে পারবেন না লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকায়। কাতারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পান তিনি। এরপর মাঠ ছাড়েন কাঁদতে কাঁদতে। ডান পায়ের হাঁটুতে মোটা আইসপ্যাক বেঁধে বসে থাকেন ডাগআউটে। সেই ম্যাচের পরই ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে, চোটের কারণে নেইমারকে টিমের বাইরে রাখতে হচ্ছে। আগামী সপ্তাহেই কোপা আমেরিকার জন্য মাঠে নামবে ব্রাজিল। তার আগে নেইমারের চোট টিমকে বড় ধাক্কা দিল। কে হবেন নেইমারের বিকল্প? তা নিয়ে আলোচনা শুরু। সেই ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারায় কাতারকে। ১৬ মিনিটে প্রথম গোল করে সেলেসাওদের প্রথম এগিয়ে দেন রিচার্লিসন। তার আট মিনিট পর গোল গাব্রিয়েল জেসুসের। সিটির স্ট্রাইকারকে নেইমারের বিকল্প হিসেবে সকলে ভাবতে শুরু করেছেন। প্যারিস সেইন্ট জার্মেইন তারকা নেইমারের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। ক্লাবের হয়ে মৌসুমটা ভাল যায়নি। চোট-আঘাতে জেরবার হয়েছেন। চোট থেকে ফিরে ফরাসী কাপের ফাইনালে হেরে যায় তার দল পিএসজি। তারপর ধর্ষণ কান্ডে জড়িয়ে পড়েন। সবগুলো ঘটনাই ঠিক কোপা আমেরিকার আগে। যে কারণে এই মুহূর্তে বেশ চাপের মধ্যে রয়েছেন নেইমার। তাছাড়া বারবারই নেইমার একই জায়গাতে চোট পাচ্ছেন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকেই বলতে শুরু করছেন, চোটের জন্য নেইমারের ফুটবল জীবন সংক্ষিপ্ত হয়ে যেতে পারে। চোট নিয়ে ব্রাজিল টিমের ডাক্তার এখন পর্যন্ত মুখ খোলেনি। নেইমারের পরের চিকিৎসা কোথায় হবে তা নিয়ে জল্পনা চলছে। আলোচনা হচ্ছে নেইমারের বিকল্প নিয়েও। তবে নেইমারের বদলি বেছে নিতে আগামী ১৩ জুন পর্যন্ত সময় পাবেন সেলেসাও কোচ তিতে। এরই মধ্যে গুঞ্জন, ভাগ্য খুলে যাচ্ছে লুকাস মৌউরার। টটেনহ্যাম হটস্পারের হয়ে সর্বশেষ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন এই উইঙ্গার। এদিকে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগকারী নারীর একান্ত ব্যক্তিগত বার্তা প্রকাশের অভিযোগ ওঠার পর তার সঙ্গে কথা বলেছে দেশটির পুলিশ। এ জন্য পিএসজির এই ফরোয়ার্ডকে যেতে হয় রিও ডি জেনেরিও’র পুলিশের প্রধান কার্যালয়ে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এর আগে জানিয়েছিল, সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই নারীর অনুমতি না নিয়ে প্রকাশ করা ছবি এবং বার্তার বিষয়ে কথা বলতে কর্তৃপক্ষ নেইমারকে ডেকেছে। নেইমার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ কার্যালয়ে যান। ধর্ষণের অভিযোগটি নিয়ে তদন্ত হচ্ছে সাও পাওলোতে। যেখানে দি সৌজা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তার মেডিক্যাল পরীক্ষা করা চিকিৎসক বৃহস্পতিবার সাও পাওলোর পুলিশকে তার প্রতিবেদন দেন। নেইমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তাদের মধ্যে যা হয়েছিল, দু’জনের সম্মতিতেই হয়েছিল। সাবেক সান্তোস ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি ওই নারীর বার্তাগুলো প্রকাশ করেছিলেন এটা দেখাতে যে, কথিত ধর্ষণের ঘটনার পরও তিনি তাকে বন্ধুত্বপূর্ণ বার্তা পাঠান। নাজিলা ত্রিনদাদে মেন্দেস দি সৌজা নামের ওই নারী ব্রাজিলের একটি টিভিকে দেয়া সাক্ষাতকারে জানান, নেইমারের সঙ্গে যৌন মিলনে তার সম্মতি ছিল, কিন্তু যখন তিনি বলেন এটা করতে পারবেন না কারণ নেইমারের কাছে কোন কনডম নেই, তখন সে ‘আগ্রাসী’ হয়ে ওঠে। ‘যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কনডম এনেছে কিনা, সে বলল না। আমিও তাকে বললাম তাহলে কিছু হবে না। কিন্তু সে কথা শুনল না এবং ওই ঘটনা ঘটাল। আমি তাকে বললাম থামো, থামো, না! থামো, কিন্তু সে বেশি কিছু বলল না, শুধু ওই কাজই করল।’
×