ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘ইংরেজরা এখন বাংলাদেশের পতাকা বিক্রি করে’

প্রকাশিত: ০৯:৩১, ৮ জুন ২০১৯

 ‘ইংরেজরা এখন বাংলাদেশের পতাকা বিক্রি করে’

রুমেল খান ॥ ১৯৯৭-২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে খেলেছেন। ১৯৯৯ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ফুটবলে তার দুর্দান্ত পারফর্মেন্সে সেই আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। জাতীয় দল থেকে অবসর নিলেও এখনও ক্লাব পর্যায়ে খেলে যাচ্ছেন তিনি। যার কথা বলছি তিনি বিপ্লব ভট্টাচার্য। পেশাদার ফুটবল লীগের খেলা আপাতত বন্ধ। এই সুযোগে ৩৯ বছর বয়সী সুদর্শন তারকা এই ফুটবলার দুটি কাজ করছেন। একটি নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিন কঠোর অনুশীলন করা। আরেকটি ঢাকার মোহাম্মদপুরের বাসায় বসে স্ত্রী, এক ছেলে কৃষ ও এক মেয়ে স্পর্শর সঙ্গে বসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা উপভোগ করা, যারা আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে। কেমন দেখলেন লাল-সবুজবাহিনীর খেলা? জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের দুটি খেলাই দেখেছি। দুটিতেই তারা ভাল খেলেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভাল লেগেছে তারা যেভাবে ডমিনেট করে খেলায়। তারা প্রমাণ করেছে তারা চাইলেই জিততে পারে। তাদের আত্মবিশ্বাসের মাত্রাটা এখন খুবই উঁচুতে। তবে দ্বিতীয় খেলায় ভাল খেলেও তারা দুর্ভাগ্যজনকভাবে জিততে পারেনি।’ সর্বোচ্চ আটবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রেকর্ড গড়া বিপ্লব আশাবাদী শনিবার স্বাগতিক ইংল্যান্ডকে হারাতে সক্ষম হবে বাংলাদেশ, ‘বাংলাদেশ এবং ইংল্যান্ড দু’দলই এখন দারুণ ফর্মে আছে। বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে চায় তাহলে তাদের প্রতিটি বিভাগেই ভাল খেলতে হবে। বিশেষ করে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ক্লিক করতে হবে। তারা যদি আগে ব্যাটিং করে তাহলে তাদের অবশ্যই ৩০০ প্লাস রান করতে হবে।’ এবারের আসরে কোন্ চারটি দল সেমি খেলতে পারে? দিপালী যুব সংঘ, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, শেখ রাসেল এবং ফরাশগঞ্জের হয়ে ক্লাব ফুটবল খেলা বিপ্লবের অভিমত, ‘চারটি না, আমি এক্ষেত্রে পাঁচটি দলের নাম বলব, যারা শেষ চারে খেলার যোগ্যতা রাখে। এরা হলো : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। শনিবারের লীগ ম্যাচে বাংলাদেশ যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ অবশ্যই সেমিতে খেলবে।’ ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে ২০১২-১৩ মৌসুমে ট্রেবল শিরোপা জেতা বিপ্লবের মতে এবারের বিশ্বকাপে ভারতের রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাস এবং বাংলাদেশের সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে ভাল খেলবেন। গত ২০১৫ বিশ্বকাপের খেলাগুলো সেভাবে দেখতে পারেননি বিপ্লব, ‘আমি শুধু একটি খেলাই দেখতে পেরেছিলাম। সেটি বাংলাদেশের। আর ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ইংল্যান্ডকে হারিয়ে।’ এই ইংল্যান্ড প্রসঙ্গে বিপ্লব আরও যোগ করেন, ‘এবারের বিশ্বকাপে এই ইংরেজরাই বাংলাদেশ দলের পতাকা বিক্রি করছে। এটা দেখে খুব ভাল লেগেছে। গর্বিতও হয়েছি। কেননা এই ঘটনাই প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট আজ কোন্ পর্যায়ে চলে গেছে।’ বাংলাদেশ দলের তিন সাবেক ব্যাটসম্যানের খেলা আজও ভুলতে পারেন না বিপ্লব। তার প্রিয় এই ক্রিকেটাররা হলেন আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল এবং হাবিবুল বাশার সুমন। এবারের বিশ্বকাপের ৪৮ খেলা শেষ হবে ৪৬ দিনে। এই সময়টা বেশি দীর্ঘ বলে মনে করেন বিপ্লব, ‘এত লম্বা সময়ের খেলা হলে এই আসরের আকষর্ণ কমে যেতে পারে। এখনকার মানুষ অনেক ব্যস্ত, তাদের হাতে সময় কম। তাই আইসিসির উচিত এ বিষয়টি মাথায় রেখে আরও কম সময়ে খেলা শেষ করা।’ নিয়ম-কানুন বদলের কারণে ওয়ানডে ক্রিকেটে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পান। এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘খেলা হলে তাতে পরিবর্তন আসবেই। এটা সময় ও যুগের দাবি। দেখতে হবে, এর সঙ্গে তাল মিলিয়ে কে কিভাবে কতটা খেলতে পারে। মনে রাখতে হবে দর্শকদের আনন্দ দেয়ার জন্যই এই নিয়মের পরিবর্তন। মাঠে তারা বোলারদের প্রাধান্য বিস্তারের চেয়ে ব্যাটসম্যানদেরই আধিপত্য দেখতে চায় বেশি।’
×