ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সহমর্মিতা

প্রকাশিত: ০৯:২৫, ৮ জুন ২০১৯

 আওয়ামী লীগ ও  বিএনপি প্রার্থীর  সহমর্মিতা

স্টাফ রিপোর্টার ॥ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ¯্রােতধারা এখন ভোটারদের ঘরে পৌঁছেছে। ঈদের নামাজের মাঠেও ¯্রােত। বগুড়া নগরীর সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছিলেন আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। নামাজ শুরুর আগে ইমাম আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে বক্তব্য দিতে বললেন। এরপর বক্তব্য দেয়ার অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে। দুই মেরুর দুই প্রার্থী বক্তব্য দেয়ার সময় মুসল্লিরা আশা করেছিলেন তারা হয়ত নিজেদের প্রার্থী হিসেবে উপস্থাপন করে নির্বাচনী প্রচার করবেন। কিন্ত না, তারা শুধু ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন ও দেশের মানুষের মঙ্গল কামনা করে সকলের কাছে দোয়া চাইলেন। নামাজ শেষে এই দুই প্রার্থী যখন কোলাকুলি করে কুশল বিনিময় করলেন তখন বলাবলি হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ থাকলে কতই না ভাল হতো। আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনের উপনির্বাচন। একাদশ সাধারণ নির্বাচনে এই আসনের বিজয়ী প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য হয়ে যায়। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৭ জন।
×