ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

প্রকাশিত: ০৯:২৩, ৮ জুন ২০১৯

 শোলাকিয়ায় লাখো  মুসল্লির ঈদের  নামাজ আদায়

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ জুন ॥ সকল ভয় আর দুশ্চিন্তাকে জয় করে নিচ্ছিদ্র নিরাপত্তায় দেশের সর্ববৃহৎ ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯২তম ঈদ-উ-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ২৪ মিনিটে জামাত শুরুর ১৫, ৫ ও ১ মিনিট আগে শটগানের ফাঁকা গুলি ছুড়ে নামাজ আরম্ভের ঘোষণা দেয়া হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লির ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া ময়দান। জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরীদউদ্দীন মাসউদ। নামাজ শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় লাখো মুসল্লিদের উচ্চকিত হাত আর আবালবৃদ্ধ বনিতার আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ এলাকা। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদরের ইউএনও মোঃ মাহদী হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ মাঠে নামাজ আদায় করেন। চার স্তরের নিরাপত্তায় এক হাজারেরও বেশি র‌্যাব-পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করে ৫ প্লাটুন বিজিবি। প্রতিটি প্রবেশপথসহ মাঠের চারপাশে বসানো হয় ৫০টি ক্লোজসার্কিট ক্যামেরা। মাঠে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়। মাঠ ও আশপাশের এলাকায় ছিল ড্রোন ক্যামেরার নজরদারি।
×