ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

প্রকাশিত: ০৯:২২, ৮ জুন ২০১৯

  সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ঈদের ছুটির ফাঁকে বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামাড়া এবং সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর ব্যাপারীপাড়ায় একই রাতে দুই স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছে স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবা কালু গাজী মন্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদরের পৌর এলাকার শাহেদনগর ব্যাপারীপাড়ায় কোরবান আলীর বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। কোরবান আলীর মেয়ে স্মরণিকা খাতুনের (১৪) সঙ্গে বর একই উপজেলার বনবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর এর পুত্র রুহুল আমিন (২১) এর বিয়ের আয়োজন চলছিল। কনে নবম শ্রেণীর ছাত্রী ও অপ্রাপ্তবয়স্ক। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেন। একই রাতে রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামাড়া গ্রামে বাল্যবিবাহ বন্ধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। কনের বাড়ি ভেওয়ামাড়া গ্রামের কালু গাজী মন্ডলের কন্যা খাদিজা খাতুনের (১৩) সঙ্গে বর একই উপজেলার গজারিয়া গ্রামের মোঃ মোতাহারের পুত্র মোঃ সবুজ মিয়ার (২৫) বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবা কালু গাজী মন্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
×