ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় হামলা

আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:১৬, ৮ জুন ২০১৯

  আওয়ামী লীগ নেতাসহ ৯  জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মু সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ভবেরচর ইউনিয়ন শাখা কমিটির সাধারণ স¤পাদক আবু সালেহের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, গত রবিবার ভবেরচর ইউনিয়নে আনারপুরা গ্রামের শাহ আলম, ইয়াছিন, ছাত্তার, রতন, রকিব, ওবায়দুল, ইসলাম ও শাহজালালসহ অজ্ঞাত ১০ থেকে ১২জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক আবু সালেহের বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা চালায়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক আবু সালেহ গুরুতর জখম হয়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হলে সন্ত্রাসী বাহিনী দ্রুত এলাকা ত্যাগ করে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানায় এবং অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবি করেন। আহত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় আছে বলে জানা যায়। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার আবু সালেহ বাদী হয়ে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমকে ১ নম্বর আসামি করে গজারিয়া থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
×