ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে দুই সরকারী কর্মকর্তা আটক ॥ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৯:১৪, ৮ জুন ২০১৯

 পটুয়াখালীতে দুই  সরকারী কর্মকর্তা  আটক ॥ ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৭ জুন ॥ পটুয়াখালীতে মাদকসহ দুই সরকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার এএসআই লিমন লাউকাঠি ইউনিয়নের তাফালবাড়িয়ার তামিম হোমিও হল থেকে তাদের আটক করে। আটকদের বৃহস্পতিবার জেলে পাঠানো হয়েছে। আটকরা হলো দিনাপুরে কর্মরত সমবায় অধিদফতরের সহকারী পরিদর্শক ইলিয়াচ সিকদার (৪০)। সদর উপজেলার বদরপুরের তেলিখালীর মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে। অপর আটক ব্যক্তি গলাচিপায় কর্মরত ভূমি উপসহকারী জিএম মাহাবুব আলম (৪০)। মাহাবুব সদর উপজেলার দরিতাল্লুক এলাকার বাসিন্দা গাজী আব্দুর রবের ছেলে। অপজন ভাড়াচে মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (৩৬)। পটুয়াখালী সদর থানার অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এএসআই লিমন তাদের উল্লেখিত স্থান থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠানো হয়েছে। আটককৃত ভূমি উপসহকারী জিএম মাহাবুব আলমের বিরুদ্ধে এর আগেও জালিয়াতির বিস্তার অভিযোগ রয়েছে।
×