ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেদেরারকে উড়িয়ে ফরাসি ওপেনের ফাইনালে নাদাল

প্রকাশিত: ০৮:৫০, ৭ জুন ২০১৯

ফেদেরারকে উড়িয়ে ফরাসি ওপেনের ফাইনালে নাদাল

অনলাইন ডেস্ক ॥ ফরাসি ওপেনের সেমি-ফাইনালে রাফায়েল নাদালের সামনে দাঁড়াতেই পারেননি না রজার ফেদেরার। সুইস তারকাকে সরাসরি সেটে হারিয়ে মুকুট ধরে রাখার শেষ ধাপে পৌঁছেছেন ‘ক্লে কোর্টের রাজা’। প্যারিসের রোঁলা গারোঁতে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা স্প্যানিশ তারকা নাদাল। ২০০৫ সালে রোঁলা গারোঁতে অভিষেকের পর এ পর্যন্ত রেকর্ড ১১টি শিরোপা জিতেছেন নাদাল। ফেদেরারের বিপক্ষে ম্যাচের আগে এই ক্লে কোর্টে খেলা ৯৩টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হারেন তিনি। ফাইনালে নাদাল মুখোমুখি হবেন বর্তমান বিশ্বসেরা নোভাক জোকোভিচ ও অস্ট্রিয়ার ডমিনিক টিমের মধ্যের অপর সেমি-ফাইনালে জয়ীর বিপক্ষে। ক্যারিয়ারে ফেদেরারের জেতা ২০টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফরাসি ওপেনের শিরোপা মাত্র ১টি যা ৩৭ বছর বয়সী এই তারকা জিতেছিলেন ২০০৯ সালে। ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি।
×