ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাটরিনাকে কখনো ডিনারে নেননি সালমান!

প্রকাশিত: ০২:৩১, ৪ জুন ২০১৯

ক্যাটরিনাকে কখনো ডিনারে নেননি সালমান!

অনলাইন ডেস্ক ॥ বলিউডে সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেম বহুল চর্চিত। একসময় জোর গুঞ্জন ছিল, দুজন চুটিয়ে প্রেম করছেন। বিচ্ছেদ নিয়েও কম আলোচনা হয়নি। তবে আজও তাঁদের গভীর বন্ধুত্ব বিদ্যমান। খান পরিবারে অবাধ যাতায়াত ক্যাটরিনার। যেকোনো অনুষ্ঠানেই জ্বলজ্বল করে ক্যাটরিনার মুখ। সেই ক্যাটরিনাই জানালেন, সালমান খানের সঙ্গে বসে কখনো ডিনার করা হয়নি তাঁর। অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ‘ভারত’ অভিনেত্রী। সম্প্রতি ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদির সঙ্গে ডিনার করার ইচ্ছে পোষণ করেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার কাছে জীবিত অথবা মৃত তিন ব্যক্তির নাম জানতে চাওয়া হয়, যাঁদের সঙ্গে ডিনারে যেতে চান তিনি। নায়িকার উত্তর, ‘মেরিলিন মনরো, নরেন্দ্র মোদি ও কনডোলিজা রাইস।’ একই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ‘ভারত’ সহ-অভিনেতা সালমান খানও। তাঁর প্রসঙ্গ তুললে ক্যাটরিনা বলেন, ‘কিন্তু ওঁর সঙ্গে তো কখনো আমি ডিনার করিনি।’ ‘আসলে সালমান খানের সঙ্গে আমি কখনো ডিনার করিনি। ডিনারের জন্য ও কখনো ঘরবার হয় না,’ যোগ করেন ক্যাটরিনা। ক্যাটরিনার সঙ্গে কেন কখনো ডিনারে যাওয়া হয়নি, তার কারণ ব্যাখ্যা করেন সালমান। ‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ও ডিনার করে, তখন আমার লাঞ্চ করার সময়।’ একই প্রশ্ন সালমানকে করা হলে এ মহাতারকা বলেন, ‘তিনজনের সঙ্গে ডিনার করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি—আমি, আমি এবং আমি। না, সত্যি বলছি; নিজের ঘরে পরিবারের মানুষজনের সঙ্গে আমি দুপুর ও রাতের খাবার খাই।’ আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ মুক্তি পাবে আর একদিন পরে। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে সালমানের। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, নোরা ফাতেহি, জ্যাকি শ্রফসহ অন্যদের। ‘ভারত’-এ সালমান খানকে ছয়টি ভিন্ন চেহারায় দেখা যাবে। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত হবেন এ মহাতারকা। বড়পর্দায় সালমানকে দেখতে মুখিয়ে আছেন ভাইজানের ভক্তরা। শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও চলছে ভক্তের পাগলামি! দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। ‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভূষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টুডে
×