ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারাগারে অমিত মুহুরী খুনের মামলায় রিপন রিমান্ডে

প্রকাশিত: ০৯:৩৯, ৪ জুন ২০১৯

 কারাগারে অমিত  মুহুরী খুনের  মামলায় রিপন  রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে অমিত মুহুরী খুনের ঘটনায় অভিযুক্ত লিটন নাথকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মোঃ কামরুজ্জামান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন নাথকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ২৯ মে রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে আরেক বন্দী রিপন নাথের ইটের আঘাতে খুন হয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী অমিত মুহুরী। গুরুতর আহত অমিতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার জের ধরে হাসপাতালে ভাংচুর চালিয়েছিল তার অনুসারীরা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, ৩২ নম্বর সেলে রিপনের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। তখন রিপন একটি ভারি ইট দিয়ে আঘাত করে অমিত মুহুরীকে। অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রাম কারাভ্যন্তরে সন্ত্রাসী অমিত মুহুরী খুনের ঘটনায় পরদিন বৃহস্পতিবার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন কারাগারের জেলার নাসির আহমেদ। অভিযুক্ত রিপন সীতাকুন্ড উপজেলার ফেদাইনগর গ্রামের নারায়ণ নাথের পুত্র। সে পাহাড়তলী থানার একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দী ছিল। অপরদিকে, খুন হওয়া অমিত মুহুরী চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন গোলাপ সিংহ লেনের অরুণ মুহুরীর পুত্র। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার রাণীরদীঘি এলাকায় এই অমিত মুহুরী খুন করেছিল তার বন্ধু ইমরানকে। ইমরানের মরদেহ সে একটি ড্রামে ভর্তি করে দীঘিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের তথ্যানুযায়ী পুলিশ মরদেহটি বিকৃত অবস্থায় উদ্ধার করে।
×