ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ঈদের তিন ছবিতে চলচ্চিত্র শিল্পে স্বস্তির সুবাতাস

প্রকাশিত: ০৯:৩৭, ৪ জুন ২০১৯

  ঈদের তিন ছবিতে চলচ্চিত্র শিল্পে স্বস্তির সুবাতাস

মনোয়ার হোসেন ॥ একসময় রেকর্ডসংখ্যক চলচ্চিত্র মুক্তি পেত ঈদ উৎসবে। গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে এক ঈদে মুক্তি পেয়েছিল সর্বোচ্চ ১৩টি চলচ্চিত্র। আর তখন কেবল ঈদ নয়, সারা বছরই সিনেমা দেখতে দর্শক যেত প্রেক্ষাগৃহে। হারিয়ে গেছে বাংলা সিনেমার সেই সোনালি সময়। এখন ধুঁকছে একসময়ে আপামর মানুষের বিনোদনের সবচেয়ে জনপ্রিয় এই শিল্পমাধ্যমটি। বর্তমানে বছরে দুই-চারটি ছবি ছাড়া অধিকাংশ ছবি টানে না দর্শক। মৌলিক গল্পের অভাব, অদক্ষ নির্মাণশৈলীসহ নানা সমস্যায় বিনিয়োগকৃত টাকা উঠে আসে না সিনেমা থেকে। মুনাফা তো অনেক দূরের কথা। এমন বাস্তবতায় ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। সব সময় চালু থাকা ও মৌসুম উপলক্ষে চালু হওয়া মিলিয়ে আড়াই শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পাসওয়ার্ড’, ‘নোলক’ ও ‘আবার বসন্ত’ নামের তিনটি সিনেমা। আর ঈদের এই তিন ছবি সুবাতাস ছড়াচ্ছে রুগ্নদশার এই শিল্পে। তিনটি ছবিই ব্যবসাসফল হবে বলে আশা করছেন ছবিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, প্রদর্শক, পরিচালকসহ বুকিং এজেন্টরা। ঈদের তিন ছবির মাঝে নয়া রেকর্ড গড়েছে ঢাকাই ছবির কিং শাকিব খান অভিনীত ও মালেক আফসারি পরিচালিত ছবি পাসওয়ার্ড। সোমবার পর্যন্ত সারাদেশের ১৭৫টি প্রেক্ষাগৃহের বুকিং পেয়েছে ছবিটি। এই সংখ্যা আরও বাড়তে পারে। স্বাধীনতার পর থেকে কোন ছবিই একসঙ্গে এত বিপুলসংখ্যক সিনেমা হলে মুক্তি পায়নি। ঈদের ছবি নিয়ে কথা হয় চলচ্চিত্র বোদ্ধা ও প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীনের সঙ্গে। তিনি জনকণ্ঠকে বলেন, এখন সারা বছর খরার মাঝে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো আমাদের কাছে হয়ে ওঠে আশার আলো। কারণ, বাণিজ্যিকভাবে মানসম্পন্ন ছবিগুলোই উৎসবে মুক্তির দেয়ার প্রচেষ্টা থাকে পরিচালক ও প্রযোজকদের। তাই এই ছবিগুলোর প্রতি দর্শকের আকর্ষণ থাকে। সেই সুবাদে এবার ঈদের তিন ছবি নিয়েই আমরা আশাবাদী। এগুলো ব্যবসা করলে ক্রমাগত লোকসান গুনতে থাকা সিনেমা হলগুলো চাঙ্গা হবে। এরই মাঝে পাসওয়ার্ড ছবিটি দারুণ আলোড়ন তুলেছে। সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে চলবে এই ছবি। আরেক কমার্শিয়াল ছবি নোলকও ভাল ব্যবসা করবে। কিছুটা ভিন্ন ধারার হলেও রুচিশীল দর্শকদের টানবে আবার বসন্ত। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী নওশাদ উদ্দীন ইফতেখার বলেন, গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচটি নতুন ছবি চালিয়েছি। একটি বাদে বাকিগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে স্টাফদের বেতন, নানা ধরনের বিল প্রদাসহ হল চালিয়ে রাখতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ঈদের ছবি নিয়ে কিছুটা আশার আলো দেখছি। চলচ্চিত্রের দুঃসময়ে ঈদের ছবিগুলো আমাদের দেয় স্বস্তির সুবাতাস। পাসওয়ার্ড ছবিটি মুক্তি পাবে আমার হলে। আশা করছি, এটি খুব ভাল ব্যবসা করবে এবং আগের ক্ষতি পুষিয়ে নেব। এই ঈদে সবচেয়ে ব্যবসাসফল ছবি হবে পাসওয়ার্ড-এমনটা দাবি করছেন চলচ্চিত্রটির প্রযোজক এম ডি ইকবাল। তিনি জনকণ্ঠকে বলেন, সোমবার পর্যন্ত ১৭৫টি সিনেমা হলে বুকিং পেয়েছে ছবিটি। বাংলাদেশের ইতিহাসে কোন ছবি কখনোই একসঙ্গে এত বিপুলসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। হলগুলোর বুকিং মানি দিয়েই সিনেমাটির বিনিয়োগকৃত টাকা উঠে আসবে বলে এই জানান এই প্রযোজক। তবে ছবিটির বাজেট কত- সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। ঈদের আরেক ছবি নোলক সোমবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশের ৭০টি প্রেক্ষাগৃহে বুকিং পেয়েছে জানান চলচ্চিত্রটির পরিচালক সাকিব সনেট। তিনি বলেন, আমাদের ছবিটি মৌলিক গল্পের এবং বিগ বাজেটের। দেশের পাশাপাশি শূটিং হয়েছে বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে। সঙ্গে যুক্ত হয়েছে দর্শকের মনমাতানো শ্রুতিমধুর সঙ্গীত। এসব কারণেই ছবিটি বিনিয়োগ উঠিয়ে ভাল মুনাফা করবে। তবে ছবির বাজেট জানাতে অপারগতা প্রকাশ করেন এই নির্মাতা। রাজধানীর জোনাকী, অভিসার, আনন্দ, পূরবী প্রভৃতি পেক্ষাগৃহে ঢাকার দর্শকরা দেখতে পাবেন ছবিটি। কিছুটা ভিন্ন ধারার গল্পের ছবি আবার বসন্ত। ৬০ লাখ টাকা বাজেটের এই ছবিটিও ঈদে ভাল ব্যবসা করবে বলে জানান পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, মৌলিক গল্প হওয়ার কারণেই এটি বিনিয়োগ তুলে মুনাফার মুখ দেখবে। সব মিলিয়ে সারাদেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এর মধ্যে ঢাকার উন্নতমানের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। বসুন্ধরা ও সীমান্ত স্টার সিনেপ্লেক্স, যমুনা বক্লবাস্টার সিনেমাস এবং বলাকা সিনেওয়ার্ল্ডে রাজধানীর দর্শকরা দেখতে পাবেন ছবিটি। অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে এগিয়েছে ছবির কাহিনী। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড হন্যে হয়ে খুঁজতে থাকেন ডন। পাসওয়ার্ড খোঁজার মিশন নিয়েই নির্মিত সিনেমা পাসওয়ার্ড। মালেক আফসারি পরিচালিত ছবির অভিনয়শিল্পীরা হলেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, নাদের খান, ইমন, তনামি প্রমুখ। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। একটি পারিবারিক আবেগের ছবি নোলক। দুটি পরিবারের গল্প নিয়ে ছবির কাহিনী। এই দুই পরিবারের মধ্যে তৃতীয় একটি পক্ষ এসে অশান্তি সৃষ্টি করে। সাকিব সনেট নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ছবির কাহিনী লিখেছেন ফেরারি ফরহাদ। একজন বাবার একাকীত্বের গল্প নিয়ে নির্মিত ছবি আবার বসন্ত। এই বাবা তার সন্তানের জন্য জীবনের বড় একটা অংশ ব্যয় করে। কিন্তু একসময় বাবার পাশে পাওয়া যায় না সন্তানকে। প্রশ্ন ওঠে, তবে কি সব দায়িত্ব কেবল বাবারই। অনন্য মামুনের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্পর্শিয়া, আনন্দ খালিদ, মুক্তি জাকারিয়া, ইন্তু, রাতিশ প্রমুখ।
×