ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৬, ৪ জুন ২০১৯

  এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মিরপুরে একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রামপুরার উলন রোডের একটি বাসার ছাদ থেকে পড়ে রিমন সরদার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ালেখা করত। তার বাবার নাম নাসির সরদার। গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে। নিহতের খালা জানান, রামপুরা উলন রোডে জমিদার গলির একটি বাসার চার তলায় তারা ভাড়া থাকেন। তিনি জানান, সোমবার ভোরে এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায় রিপন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর শাহ আলীর নবাবেরবাগ এলাকার একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ফোরকান মিয়া। গ্রামের বাড়ি ঝালকাঠি কাঠালিয়া উপজেলায়। নিহতের খালু আমানুল্লাহ আমান জানান, রবিউল মিরপুর শিয়ালবাড়ি এলাকায় থেকে ওই ওয়ার্কশপে কাজ করতেন। তিনি জানান, রবিবার রাতে ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে রবিউল। পরে তাকে দ্রুত উদ্ধার করে গভীর রাতে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০ থানা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম। এ সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৭১৯ ইয়াবা, ১৭০০ পুরিয়া হেরোইন এবং কিছু গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ মামলা করা হয়েছে বলে ডিসি মাসুদুর রহমান জানান।
×