ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদেও ইউনাইটেড হসপিটালের সকল সেবা চলবে

প্রকাশিত: ০৯:১৫, ৪ জুন ২০১৯

 ঈদেও ইউনাইটেড  হসপিটালের  সকল সেবা  চলবে

আসন্ন ঈদের ছুটিতে ইউনাইটেড হসপিটালের সকল সেবা প্রদান চালু থাকবে। রোগীর প্রয়োজনে কনসালটেশন, রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআইসহ অন্যান্য পরীক্ষা সুবিধা, এমনকি রক্ত প্রদান বা টিকা দান সুবিধা ও ইমার্জেন্সি বিভাগের মাধ্যমে ২৪ ঘণ্টা চালু থাকবে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী সম্পন্ন স্পেশালিস্ট ডাক্তার সর্বক্ষণিকভাবে ভর্তি রোগীদের সেবায় মজুদ থাকবে। রোগীর প্রয়োজনে কনসালট্যান্টগণও সেবাদানে প্রস্তুত থাকবে। সব ধরনের সার্জারির প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা দক্ষ সার্জন ও এনেস্থেটিস্টের উপস্থিতিতে অপারেশন থিয়েটার চালু থাকবে। বুকে ব্যথা নিয়ে আসা হার্ট এ্যাটাকের রোগীদের প্রয়োজনে প্রাইমারী এনজিওপ্লাস্টি করার জন্য দক্ষ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধায়নে ক্যাথল্যাব চালু থাকবে। দেশের যে কোন স্থান থেকে জরুরী রোগী হাসপাতালে নিয়ে আসার জন্য কার্ডিয়াক এ্যাম্বুলেন্স সেবা অব্যাহত থাকবে। রেডিওলজি ও ল্যাবরেটরি বিভাগ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু রাখবে। এছাড়া ঈদের ছুটিতে যে কোন ওষুধের প্রয়োজনে বরাবরের মতো ২৪ ঘণ্টা ফার্মেসি খোলা থাকবে। -বিজ্ঞপ্তি।
×