ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় সহকারী হাইকমিশনারের বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৯:১৪, ৪ জুন ২০১৯

 ভারতীয় সহকারী হাইকমিশনারের  বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীতে ভারতীয় সহকারী হাই কমিশনারের উদ্যোগে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বৃক্ষরোপণ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। এ সময় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও দুইটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর সূচনা করেন। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেন, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫০টি বৃক্ষরোপণ করা হবে। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাপী প্রতিটি শহরে ১৫০টি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে ভারতীয় মিশন রয়েছে সেখানে এই কর্মসূচী পালন করা হবে।
×