ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রখ্যাত অভিনেত্রী ও গায়িকা রুমা গুহা ঠাকুরতা আর নেই

প্রকাশিত: ০১:১৬, ৩ জুন ২০১৯

প্রখ্যাত অভিনেত্রী ও গায়িকা রুমা গুহা ঠাকুরতা আর নেই

অনলাইন ডেস্ক ॥ না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী রুমা গুহা ঠাকুরতা। সোমবার সকাল সাড়ে ৬ টায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। বাড়ি থেকেও খুব একটা বাইরে বেরোতেন না। ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন রুমা। ১৯৫১ সালে কিশোর কুমারের সাথে তার বিয়ে। তাদেরই সন্তান সঙ্গীতশিল্পী অমিত কুমার। কিশোর কুমারের সাথে বিবাহ বিচ্ছেদের পর রুমা বিয়ে করেন অরূপ গুহ ঠাকুরতাকে। তাদের সন্তান শ্রমণা গুহঠাকুরতা। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে অমিত কুমারকে। তিনি মুম্বাই থেকে রওনা দিয়েছেন। পরিবারের সকলে এসে পৌঁছনোর পর আজ বিকালেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। 'অ্যান্টনি ফিরিঙ্গি', 'বালিকা বধূ', 'গঙ্গা', 'আরোগ্য নিকেতন', 'আক্রোশ', 'আগুন', 'হুইল চেয়ার', 'অভিযান', 'গণশত্রু', 'আশিতে আসিও না'র মতো একাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি বহু ছবিতে প্লেব্যাক করেছেন। এর মধ্যে অন্যতম 'লুকোচুরি', 'পলাতক', 'তিন কন্যা', 'বাঘিনি', 'বাক্স বদল', 'অ্যান্টনি ফিরিঙ্গি' প্রমুখ। গণসঙ্গীত শিল্পী হিসাবেও পরিচিত ছিলেন তিনি। ১৯৫৮ সালে তার হাত ধরেই গড়ে উঠেছিল ‘ক্যালকাটা ইউথ কয়্যার’। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও সঙ্গীত মহলে।
×