ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে ইউপি মেম্বারের বাড়ি থেকে ভিজিডির চাল উদ্ধার

প্রকাশিত: ০৯:০৫, ৩ জুন ২০১৯

 চরফ্যাশনে ইউপি  মেম্বারের বাড়ি  থেকে ভিজিডির  চাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২ জুন ॥ ভোলার চরফ্যাশনের চরকলমী ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার জলিল ফরাজীর বাড়ি থেকে রবিবার দুপুরে ভিজিডির ৪২ বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্য জলিল ফরাজীকে আসামি করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান কাওছার মাস্টারের সঙ্গে যোগসাজশে ইউপি মেম্বার কালো বাজারে ভিজিডির চাল বিক্রির জন্য মজুদ করেছে।
×