ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর আরও দুই রেলস্টেশনে টিকেট বিক্রির দাবি

প্রকাশিত: ০৯:০৩, ৩ জুন ২০১৯

  রাজশাহীর আরও  দুই রেলস্টেশনে টিকেট বিক্রির দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে এখন শুধু একটি স্টেশন থেকেই ট্রেনের টিকেট বিক্রি করা হয়। এতে নানারকম ভোগান্তির শিকার হন যাত্রীরা। তাই আরও দুটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকেট বিক্রির ব্যবস্থা করতে চান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তিনি রেল মন্ত্রণালয়ে একটি চিঠি দেবেন। তিনি বলেন, ঢাকায় যদি একাধিক স্থান থেকে ট্রেনের টিকেট বিক্রি করা হয় তবে তা রাজশাহীতেও করতে হবে। এতে মানুষের ভোগান্তি কমবে। রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়া মহানগরীর ভেতরে আরও দুটি স্টেশন রয়েছে। সেগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন ও রাজশাহী কোর্ট স্টেশন। রাজশাহী মহানগরীর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ দুটি স্টেশনেই ট্রেনের টিকেট বিক্রির ব্যবস্থা করতে চান। শুধু লোকাল বা কমিউটার ট্রেন নয়, রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনসহ সব রুটের আন্তঃনগর ট্রেনের টিকেট যেন এসব স্টেশন থেকে বিক্রির ব্যবস্থা করা হয় তার জন্য নিজের প্রচেষ্টার কথা জানান বাদশা।
×