ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরেন্দ্র অঞ্চলে নিম গাছে মড়ক

প্রকাশিত: ০৯:০১, ৩ জুন ২০১৯

 বরেন্দ্র অঞ্চলে নিম গাছে  মড়ক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বরেন্দ্রের বিভিন্ন সড়কে ও বন জঙ্গলের নিম গাছে ব্যাপকভাবে মড়ক লাগায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। অজ্ঞাত রোগে এসব নিমগাছ মরায় দুশ্চিন্তায় পড়েছেন উদ্ভিদবিদেরা। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় রোগতত্ত্ব ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আালমসহ তার সহযোগীরা নেমে পড়েছেন মাঠে। তারা গবেষণা করে দেখতে চান কি কারণে নিম গাছ মারা যাচ্ছে। তাই ইতোমধ্যেই নিম গাছের পাতা, ডাল ও শিকড়ের নমুনা সংগ্রহ করেছেন। অধ্যাপক শহিদুল বলেন, এতদিন নিম গাছ মরার কথা শুনেননি ও দেখেননি। কারণ নিম গাছ অন্যান্য বনজ গাছের চেয়ে জীবনকাল বেশি। তাছাড়া রুই পোকা তার শিকড় কাটে না। তার পরেও নিম গাছে কেন মড়ক তা পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া বের করা যাবে না। তবে শুধু বরেন্দ্রের নিম গাছে কেন মড়ক তা সাধারণ কৃষকদের সঙ্গে তাদেরও ভাবিয়ে তুলেছে। তবে বিএমডিএর (বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ) একজন কর্মকর্তা জানান, নিম গাছগুলো মরার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ভিদবিদদের পরীক্ষার পরই এর মূল কারণ জানা যাবে। বেসরকারী গবেষণা সংস্থার একজন কর্মকর্তা ও মৃত সরকার জানান, শুধু মড়ক পথের নিম গাছগুলো নয়, বরেন্দ্রের অনেক পুরনো গাছেও মড়ক ধরেছে। তিনি জানান, বরেন্দ্র অঞ্চলের অনেক স্থানে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামাই শিকড়ে রস পাচ্ছে না। সে কারণে গোড়া থেকেই মড়ক ধরেছে বলে ধারণা করা হচ্ছে। বহু মরা গাছ সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে। বেশ কয়েক বছর আগে সড়কে লাগানো বনজ শিশু গাছ এইভাবে মারা যায়। সেই সব শিশু গাছ শুকিয়ে মরে গিয়ে এখনও সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে। শিশু গাছ মরার পর পরই এবার মড়ক ধরেছে নিম গাছে। ২০০৫ সালে বিএমডি-এ শিশু গাছ মারা যাওয়ার পরপরই বিকল্প হিসেবে নিম গাছ রোপণ করেছিল। বন বিভাগেরও উদ্যোগ ছিল এই ব্যাপারে।
×