ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আলবেনিয়ায় দুই ঘণ্টায় ৬ বার ভূমিকম্প

প্রকাশিত: ০৮:৩২, ৩ জুন ২০১৯

 আলবেনিয়ায় দুই ঘণ্টায় ৬ বার ভূমিকম্প

আলবেনিয়ায় দুই ঘণ্টার মধ্যে ছয়টি ভূমিকম্পে চার জন আহত ও শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার আলবেনিয়ার দক্ষিণপূর্বাংশে হওয়া এসব ভূমিকম্পের মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আলবেনিয়ার প্রধান শহর কোর্সেতে দেয়াল, ছাদ ও প্লাস্টার ধসে চার জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ফিয়ো গ্রামের বাসিন্দা প্যাট্রিট (৬০) বলেছেন, ‘ভোর সাড়ে ছয়টায় গরুর দুধ দোহনের জন্য যখন বের হয়েছি তখনই ভূমিকম্প শুরু হয়। আমি শিশু ও বড়দের ঘুম থেকে ডেকে তুলি ও আমরা দৌড়ে বাইরে চলে যাই।’ প্যাট্রিটদের বাড়ির দুটি ঘরের ছাদ ধসে গেছে। ফিয়ো ও নিকটবর্তী গ্রাম ডভোরানের প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। -ওয়েবসাইট
×