ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ঈদযাত্রায় বিআরটিসির ৭০ বাস

প্রকাশিত: ১২:১২, ২ জুন ২০১৯

 গার্মেন্টস শ্রমিকদের  ঈদযাত্রায়  বিআরটিসির  ৭০ বাস

বিডিনিউজ ॥ পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিআরটিসি। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে প্রথমবারের মতো এই ব্যবস্থা করা হচ্ছে। বিজিএমইএর সভাপতি রুবানা হক শনিবার রাতে জানান, ঈদে শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বাস, ট্রেন ও লঞ্চে বিশেষ ব্যবস্থা করতে তারা উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন। তবে প্রথমবারের মতো সড়ক পথে বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি। সোম ও মঙ্গলবার গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে ৭০টি আর্টিকুলেটেড বাস দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানান রুবানা। মালিকপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। তবে লাখ লাখ শ্রমিকের জন্য এই ব্যবস্থা ‘একেবারেই অপ্রতুল’ বলে জানান তারা। গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাছলিমা আকতার বলেন, ঈদে শ্রমিকদের যে বোনাস দেয়া হয় যানবাহনে কয়েকগুণ ভাড়া দিয়ে তা বাড়ি যেতে যেতেই ‘শেষ হয়ে যায়’। তাই শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা করা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি ভাল পদক্ষেপ। তবে এটা যে শ্রমিকদের সামগ্রিক সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয় তা সব পক্ষকে মনে রাখতে হবে।’ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন বলেন, ‘৬০ থেকে ৭০টি বাসে করে সর্বোচ্চ সাড়ে তিন হাজার শ্রমিক বাড়ি ফিরতে পারবেন। কিন্তু গাজীপুরে শ্রমিকের সংখ্যা ২০ লাখ থেকে ২৫ লাখ। এই হিসাবটি মাথায় নিলেই বোঝা যায় এই আয়োজন কতটা সীমিত।’ তবে প্রথমবারের মতো এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘœ করতে আরও বিস্তারিত কর্মসূচী হাতে নেয়া হবে।’
×