ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘চীনা সামরিক বাহিনীকে খাটো করে দেখবেন না’

প্রকাশিত: ১০:৫১, ২ জুন ২০১৯

  ‘চীনা সামরিক বাহিনীকে  খাটো করে  দেখবেন না’

চীনা সামরিক বাহিনীকে খাটো করে দেখা উচিত নয় বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেজিং। নিরাপত্তা ফোরামের সাইডলাইন বৈঠকে শুক্রবার চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মিলিত হন। সেখানেই এ সতর্কতা উচ্চারণ করে বেজিং। দক্ষিণ চীন সাগর, কোরীয় উপদ্বীপ ও তাইওয়ান প্রণালীসহ এ অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে শুক্রবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহান ও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গে ২০ মিনিট বৈঠক করেন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, উভয়ের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন। তিনি আরও বলেন, ওয়েই তাইওয়ানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে এবং তারা আবার একত্রিত হবে বলে বিশ্বাস করে। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর থেকে দেশ দুটি আলাদাভাবে শাসিত হচ্ছে। তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের চলাচলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে চীন। কারণ তারা মনে করে এটা তাদের জলসীমা। খবর এএফপির। মুখপাত্র উ বলেন, ‘তিনি (প্রতিরক্ষামন্ত্রী ওয়েই) এ বিষয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের করা নেতিবাচক বক্তব্য ও পদক্ষেপের বিষয়টি উল্লেখ করেছেন।’ তিনি আরও বলেন, বেজিং যুক্তরাষ্ট্রের এ আচরণের চরম বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার বিষয়ে চীনা সামরিক বাহিনীর ইচ্ছা, সামর্থ্য ও শক্তিমত্তাকে খাটো করে দেখা উচিত নয় যুক্তরাষ্ট্রের। শ্যানাহানের মুখপাত্র জো বুসিনো সাংবাদিকদের বলেন, বৈঠকটি ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ হয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভুল বোঝাবুঝির ঝুঁকি কমিয়ে আনতে দুই নেতা সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।’ শাংরি-লা ডায়ালগে ওয়েইর উপস্থিতি প্রমাণ করে যে, চীন বিতর্কিত তাইওয়ান ইস্যু থেকে সরে আসছে না। প্রতিবছর সারা বিশ্বের প্রতিরক্ষা কর্মকর্তাগণ এই আলোচনায় মিলিত হন।
×