ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অতীত ঢাকতে উবার চালকের ছদ্মবেশে যুদ্ধাপরাধী

প্রকাশিত: ১০:৪৯, ২ জুন ২০১৯

 অতীত ঢাকতে উবার চালকের ছদ্মবেশে যুদ্ধাপরাধী

মার্কিন যুক্তরাষ্ট্রে ছদ্মবেশে উবার চালিয়েছে সোমালিয়ার এক যুদ্ধাপরাধী। তিনি সোমালিয়ার ন্যাশনাল আর্মির সাবেক কমান্ডার ইউসুফ আবদি আলী (৬০)। ভার্জিনিয়ায় তার বিরুদ্ধে ২০০৪ সালে একটি অভিযোগ দাখিল করা হয়। এতে তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগ আনা হয়। এ সপ্তাহেই ভার্জিনিয়ার একটি জেলা আদালত প্রমাণ পেয়েছে যে, ১৯৮০’র দশকে সোমালী নাগরিক ফারহান মোহামাদ তানি ওয়ারফাকে নির্যাতনের জন্য দায়ী কমান্ডার ইউসুফ আবদি আলী। ৪৮ বছর বয়সী ওয়ারফা সোমালিয়ায় বাস করেন এবং সাক্ষ্য দেয়ার জন্য এ মাসে যুক্তরাষ্ট্রে যান। ক্ষতিপূরণ হিসেবে তাকে পাঁচ লাখ ডলার দেয়া হয়। আর এ অর্থ দিতে হবে আলীকে। আলীর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল বিপুল এই অর্থ দিতে সক্ষম নন। তবে আলীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাচেষ্টার অভিযোগের প্রমাণ পাননি বিচারক। এই মামলা থেকে এটা উঠে এসেছে যে, কিভাবে এমন সন্দেহজনক অতীতের একজন ব্যক্তি রাইড-শেয়ারিং এ্যাপের ড্রাইভার হলেন। কারণ রাইড-শেয়ারিং এ্যাপের ড্রাইভার হতে হলে তার অপরাধ বিষয়ক তথ্য, ড্রাইভিং ও নারীঘটিত কোন কেলেঙ্কারি এফবিআই কিংবা ইন্টারপোলের ডাটাবেজে আছে কি না সেটা যাচাই-বাছাই করা হয়। লিফট ও উবারের স্বতন্ত্র ঠিকাদারের কাজ নেয়ার বেশ কয়েক বছর আগে আলীর গল্প ব্যাপকভাবে প্রচারিত হয়। কানাডার ব্রডকাস্টিং কর্প নিউজ ১৯৯২ সালে একটি ডকুমেন্টারি তৈরি করে। এতে সোমালিয়ার গৃহযুদ্ধ চলার সময় আলীর ‘হত্যা, নির্যাতন ও অসংখ্য লোককে পঙ্গু’ করার বিষয়টি উঠে আসে। গত সপ্তাহে তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। ২০১৭ সালে ভার্জিনিয়ার লিফট যাত্রীদের জন্য বেশিরভাগ সময় একজন ড্রাইভারকে পাঠানো হতো। আর তিনি হলেন এই আলী। রাইড-শেয়ারিং এ্যাপ লিফটে আলীর গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। গত সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রায় ৭৬টি ট্রিপ দিয়েছেন বলে জানায় প্রতিষ্ঠানটি। আলী প্রায় ১৮ মাস উবার চালিয়েছেন। তারা জানায়, সব ড্রাইভারেরই অপরাধমূলক তথ্য ও ড্রাইভিং সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। উবার জানায়, ‘উবার থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’ বুধবার লিফটের এক মুখপাত্র জানান, আলীকে আমাদের প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বের করে দেয়া হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত। -টাইমস অব ইন্ডিয়া
×