ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব নতুন স্নায়ুযুদ্ধের ঝুঁকিতে ॥ জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১০:৪৯, ২ জুন ২০১৯

 বিশ্ব নতুন স্নায়ুযুদ্ধের  ঝুঁকিতে ॥ জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণে বহুজাতীয় সমঝোতা ব্যর্থ হলে বিশ্বে অরাজকতা ও নতুন স্নায়ুযুদ্ধের ঝুঁকির সৃষ্টি হবে। তিনি নিয়মভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা রক্ষার লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়োছেন। খবর ওয়েবসাইটের। গুতেরেস জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর আচেনে তার ভাষণে ২৮ রাষ্ট্রের এ সংস্থাকে নিরস্ত্রীকরণ সমঝোতার স্তম্ভ বলে অভিহিত করেন এবং বলেন, এ স্তম্ভ বিশাল ও ব্যর্থ হওয়ার নয়। ইউরোপীয় ঐক্য অগ্রগতির জন্য তাকে বার্ষিক শার্লামেন প্রাইজ দেয়া হচ্ছিল। আচেন সিটি হলের সুসজ্জিত করোন্যাশন রুমে পদক গ্রহণের পর বলেন, নতুন স্নায়ুযুদ্ধ এড়াতে চাইলে, সত্যিকার বহুজাতিক শৃঙ্খলা চাইলে এর একটি মজবুত স্তম্ভ হিসেবে আমাদের একটি ইউনাইটেড স্টেটস অব ইউরোপ গড়ে তুলতে হবে। ৮শ’ সালে অভিষিক্ত মধ্যযুগীয় রোমান সম্রাট শার্লামেনের নামে উৎসর্গীকৃত এ পুরস্কার প্রদান শুরু হয় ১৯৪৯ সাল থেকে। গুতেরেসের আগে যাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, পোপ ফ্রান্সিস ও ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
×