ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাচ অব দ্য সেঞ্চুরি!

প্রকাশিত: ১০:৪২, ২ জুন ২০১৯

 ক্যাচ অব দ্য সেঞ্চুরি!

স্পোর্টস রিপোর্টার ॥ উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ওই ম্যাচের জয় ছাপিয়ে এখন আলোচনা হচ্ছে বেন স্টোকসের সেই ক্যাচ নিয়ে। তার বিস্ময়কর ক্যাচ এখন চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলেছে। প্রোটিয়াদের বিপক্ষে স্টোকসের সেই ক্যাচকে দ্য গার্ডিয়ানসহ বেশ কিছু গণমাধ্যম ‘ক্যাচ অব দ্য সেঞ্চুরি’ বলে অখ্যায়িত করেছে। তবে দুর্দান্ত সেই ক্যাচের প্রতিক্রিয়ায় কি বলবেন সেটা নাকি জানেন না স্টোকস। ফিল্ডিং করার সময় স্টোকস যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, সেখানে তার পক্ষে ক্যাচ লুফে নেয়াটা কঠিনই ছিল। স্টোকস ছিলেন ডিপ মিড উইকেটে। আদিল রশিদের বলে এ্যান্ডলে ফেলকুয়ায়েও যখন সজোরে মারেন তখন স্টোকস উল্টো দিক দিয়ে দৌড়ে খানিকটা লাফিয়ে উঠেই ডান হাতে লুফে নেন সেই অসাধারণ ক্যাচ। অবশ্য এমন লাফানো ভঙ্গির পর ভারসাম্য রাখতে পড়ে যান মাটিতে। দুর্দান্ত সেই ক্যাচ নিয়ে প্রশ্ন করলে স্টোকস বলেন, ‘এটা হতে পারতো স্বাভাবিক ক্যাচ। আমি যদি সঠিক জায়গায় থাকতাম তাহলে হতো, যদিও তা হয়নি। তবে এই জাতীয় ক্যাচ নেয়া সহজ কথা নয়। যদি মনোযোগ না থাকে। আমাকে বলের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হয়েছে। জানি না কিভাবে এর প্রতিক্রিয়া জানাব।’
×