ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ ধাক্কায় পাকিদের যত লজ্জার রেকর্ড...

প্রকাশিত: ১০:৪০, ২ জুন ২০১৯

 উইন্ডিজ ধাক্কায় পাকিদের যত লজ্জার রেকর্ড...

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান। নটিংহ্যামে ক্যারিবীয়দের পেস-তান্ডবে বিধ্বস্ত সরফরাজ আহমেদের দল ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই অলআউট হয়। ১৩.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ সেটি পেরিয়ে যায় ৭ উইকেট আর ২১৮ বল হাতে রেখে। ম্যাচে অনেক বিব্রতকর রেকর্ডে নাম লিখয়েছে পাকিস্তান : ** ২১৮ বল বাকি থাকতে হেরেছে পাকিস্তান। বল বাকি রেখে বিশ্বকাপে এটিই তাদের সবচেয়ে বড় হার। এমনকি ওয়ানডেতেই এরচেয়ে বড় হার তাদের আছে মাত্র একটি। ১৯৯৩ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছিল ২২৫ বল বাকি থাকতে। বিশ্বকাপে পাকিস্তানের আগের বড় হার ছিল ১৭৯ বল বাকি থাকতে, ১৯৯৯ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ** এই ম্যাচের ১০৫ রান বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর সর্বনিম্ন ৭৪, ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের দল! ** আইসিসির পূর্ণ সদস্য প্রথম আট দলের কাউকে ওয়েস্ট ইন্ডিজ ১০৫ বা এর কম রানে অলআউট করেছিল সর্বশেষ ১৯৯৬ সালে। সেবার ব্রিসবেনে বেনসন এ্যান্ড হেডেজ ওয়ার্ল্ড সিরিজে তারা শ্রীলঙ্কাকে অলআউট করেছিল ১০২ রানে। ** পাকিস্তান এদিন ৭ উইকেট হারিয়েছে শর্ট অথবা শর্ট অব এ্যা গুড লেংথ ডেলিভারিতে। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা মোট বল করেছে ১৩০টি, এর মধ্যে শর্ট অথবা শর্ট অব এ্যা গুড লেংথ ডেলিভারি ছিল ৬৮টি যা মোট বলের ৫২ শতাংশ। এমন ডেলিভারিতে জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি, শেলডন কটরেল একটি এবং ওশানে থমাস নিয়েছেন একটি উইকেট। থমাস আরও ৩ উইকেট নিয়েছেন অন্য লেংথের বলে। ** এই নিয়ে টানা ১১ ওয়ানডে ম্যাচ হারল পাকিস্তান। এটিই তাদের দীর্ঘ পরাজয়ের রেকর্ড। ১৯৮৭ সালের অক্টোবর থেকে ১৯৮৮ সালের মার্চ পর্যন্ত টানা ১০ হার ছিল আগের রেকর্ড।
×