ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচে জয় পেল ফুটবল দল

প্রকাশিত: ১০:৩৯, ২ জুন ২০১৯

থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচে জয় পেল ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথমপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। যাদের বিপক্ষে তাদের মাঠে গিয়ে আগামী ৬ জুন প্রথম লেগের ম্যাচটি খেলবে লাল-সবুজরা। তার আগে থাইল্যান্ডে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। প্রথম ম্যাচে এয়ারফোর্স ইউনাইটেডকে হারাতে না পারলেও (১-১ গোলে ড্র) দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় কুড়িয়ে নিয়েছে জেমি ডে’র শিষ্যরা। শনিবার থানিয়াবুড়ির লিও স্টেডিয়ামে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। থাই ক্লাবটি গত মৌসুমে থাই লীগ-১ থেকে নেমে গেছে থাই লীগ-২তে। এই ক্লাবে আছে চার বিদেশী ফুটবলার (ব্রাজিল, স্পেন, জাপান ও সিঙ্গাপুরের ১ জন করে)। ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দল তিনটি গোলই করে মাত্র ৬ মিনিটের ব্যবধানে! যদিও প্রথমার্ধে বাংলাদেশকে কোন গোলই করতে দেয়নি স্বাগতিক দল। অবশেষে ৬৮ মিনিটে গোলের খাতা খোলে বাংলাদেশ। গোলদাতা বাংলাদেশের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ (১-০)। এরপর ৭১ মিনিটে আরিফুর রহমানের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা (২-০)। এর ঠিক তিন মিনিট পর আবারও নিজের দ্বিতীয় গোল করেন সবুজ (৩-০)। মাত্র ৬ মিনিটেই বাংলাদেশ-ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় বিজি পাথুম ইউনাইটেড। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথমপর্বে অংশ নিতে ৩ জুন থাইল্যান্ড থেকে লাওস যাবে বাংলাদেশ। ৬ জুন এ্যাওয়ে ম্যাচ লাওসের বিপক্ষে। এরপর ১১ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। যে দু’টি ম্যাচ একই সঙ্গে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর ও বাছাইপর্ব।
×