ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবল তারকা মিশরাত জাহান মৌসুমীর বিশ্বকাপ ক্রিকেট-ভাবনা

‘ঠিকমতো খেললে বাংলাদেশ ফাইনালেও উঠতে পারে’

প্রকাশিত: ১০:৩৭, ২ জুন ২০১৯

  ‘ঠিকমতো খেললে বাংলাদেশ ফাইনালেও উঠতে পারে’

রুমেল খান ॥ ২০১৮ সালে সাফ অনুর্ধ-১৮ নারী চ্যাম্পিয়নশিপে এবং ২০১৯ সালে বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন (শেষেরটিতে যুগ্মভাবে) হয় বাংলাদেশ। দুটি দলেরই অধিনায়ক ছিলেন মিডফিল্ডার মিশরাত জাহান মৌসুমী। রংপুরের পালিচড়ার (বর্তমান নিবাস সাভারের নবীনগর) সুদর্শনা মৌসুমী ঈদের ছুটিতে এখন দেশের বাড়িতে। মেজো বোনের বিয়ে দিয়ে ঢাকায় বাফুফের আবাসিক ক্যাম্পে ফিরবেন ঈদের কয়েকদিন পর। এই ক্ষুদ্র জীবনে মৌসুমী কেবল দুটি খেলাই খেলেছেন। একটি ফুটবল, অন্যটি ক্রিকেট। ফুটবলটাই খেলেছেন বেশি। এখন তো খেলাটি তার রুটি-রুজির মাধ্যমই। ক্রিকেটটা খেলেছেন খুবই কম। জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপনে মৌসুমী জানান, ‘ছোটবেলায় ফুটবল অনুশীলন শেষ হলে মাঝে মাঝে শখের বশে ক্রিকেট খেলতাম। তবে খুব বেশি খেলা হয়নি এই খেলাটি।’ বাফুফের আবাসিক ক্যাম্পে কঠোর ধরা-বাঁধা নিয়মে থাকা, খাওয়া-অনুশীলন করতে হয় মৌসুমীসহ ৫৪ মহিলা ফুটবলারকে। রাত ৯টার মধ্যেই নিয়ম অনুযায়ী শুয়ে পড়তে হয়। তবে বিশ্বকাপ ক্রিকেটের সময় নিয়মের কিছুটা ব্যতিক্রম হবে। বাংলাদেশ দল এবারের আসরে অংশ নিচ্ছে। তাদের খেলা পুরো দেশবাসী যেখানে দেখার জন্য মুখিয়ে আছে, সেখানে মৌসুমীরা কিভাবে আবেগের তালায় চাবি মেরে রাখবেন! এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, ‘বাংলাদেশের খেলা যেদিন থাকবে সেদিন আমাদের টিভিতে খেলা দেখতে দেয়া হবে। এছাড়া অন্য দেশের খেলাও হয়তো কিছু কিছু দেখতে দেবে। আমরা সবাই খুব মজা করে খেলা দেখব।’ এখন রমজান মাস চলায় এবং দেশের বাড়িতে থাকায় সেভাবে খেলা দেখতে পারছেন না মৌসুমী। তবে ঈদ ও বোনের (৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে মৌসুমী চতুর্থ) বিয়ে শেষ হলেই চুটিয়ে খেলা দেখার প্রস্তুতি নিয়ে রাখবেন বলে জানান। বিশ্বকাপে মৌসুমীর প্রিয় দল লাল-সবুজের বাংলাদেশ, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল যেন চ্যাম্পিয়ন হতে পারে, সে জন্য তাদের প্রতি রইলো শুভ কামনা। আশা করি দেশবাসীর প্রত্যাশা তারা পূরণ করতে পারবে।’ বাংলাদেশ দল কেন চ্যাম্পিয়ন হবে? তাদের যোগ্যতা কী? এই প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘দেখুন, আমি ক্রিকেট খেলা খুব একটা দেখি না। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো বলতে গেলে দেখিইনি। তবে যতদূর পারি খোঁজ-খবর রাখার চেষ্টা করি। যতটা জানি বাংলাদেশ এখন অনেক ভাল দল। তারা যদি বিশ্বকাপে কোন চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা ঠিকমতো খেলতে পারে তাহলে অবশ্যই তারা ফাইনালে উঠতে পারবে।’ বাংলাদেশ যদি ফাইনালে খেলে তাহলে তারা তো সেমিতে খেলবে স্বাভাবিকভাবেই। সেক্ষেত্রে প্রশ্ন চলে আসে- বাকি তিন সেমিফাইনালিস্ট কারা হতে পারে? একটুও দেরি না করে মৌসুমীর সাবলীল উত্তর, ‘অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড।’ সেই সঙ্গে এটাও যোগ করলেন, ‘অস্ট্রেলিয়া যেহেতু গতবারের চ্যাম্পিয়ন দল সেহেতু তাদের ওপর এবার দ্বিগুণ চাপ থাকবে।’ বাংলাদেশ দলের শক্তিমত্তা কী? মৌসুমীর অভিমত, ‘তামিম, মুশফিক, সাকিব, মুস্তাফিজ, মিরাজ, মোসাদ্দেকের মতো কোয়ালিটি ক্রিকেটার আছে দলে, যারা দলকে ম্যাচ জেতাতে সক্ষম।’ তবে ওপেনার ইমরুল কায়েস দলে সুযোগ না পাওয়ায় অনেক হতাশ হয়েছি। কেননা ইমরুল অনেক উঁচুমানের ওপেনিং ব্যাটসম্যান।’ আগে ভারতের শচীন টেন্ডুলকর, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের মতো গ্রেট ব্যাটসম্যান থাকলেও এখন তাদের মাপের ব্যাটসম্যান খুব একটা দেখেন না বলে জানান মৌসুমী। ৪৬ দিনে ৪৮ ম্যাচ হবে এবারের বিশ্বকাপে। সময়টা কী কম, না বেশি? মৌসুমীর অভিমত, ‘এটা সম্পর্কে তেমন ধারণা নেই বলে কিছু বলতে পারব না। তবে আইসিসি যেহেতু এই সিডিউল করেছে, নিশ্চয়ই বুঝে শুনেই করেছে।’ ওয়ানডে ক্রিকেট আগের চেয়ে বেশি ব্যাটসম্যানকেন্দ্রিক হয়ে গেছে বলে মনে করেন মৌসুমী। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘খেলাটা ভারসাম্যপূর্ণ করার জন্য বোলারদেরও কিছু সুযোগ-সুবিধা দেয়া উচিত।’
×