ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালশীর জলাবদ্ধতা দূর করতে বাইপাস পাইপ ড্রেন নির্মিত

প্রকাশিত: ১০:৩০, ২ জুন ২০১৯

  কালশীর জলাবদ্ধতা দূর  করতে বাইপাস পাইপ  ড্রেন নির্মিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জলাবদ্ধতা নিরসনের মূল কাজ ঢাকা ওয়াসার। কিন্তু সংস্থাটি নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করছে না। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই বিড়ম্বনা থেকে নাগরিকদের রক্ষা জলাবদ্ধতায় ও সৃষ্ট চরম দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোঃ মেয়র আতিকুল ইসলাম। এই প্রথমবারের মতো ভয়াবহ জলাবদ্ধতা দূর করতে প্রায় ১ হাজার ২শ মিটার দীর্ঘ বাইপাস পাইপ ড্রেন নির্মাণ করে দিয়েছে ডিএনসিসি। মিরপুরে পল্লবীর কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত ড্রেন সংযোগ নির্মাণে ডিএনসিসির প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে। শনিবার নির্মাণের পর কালশী প্রধান সড়ক প্রান্তে পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আতিক। এ সময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহিনসহ সংস্থার কাউন্সিলর আব্দুর রউফ নান্নু, মোবাশ্বের চৌধুরী, সাংবাদিক আবাসিক এলাকার সমবায় সমিতির সভাপতি নুরুল হুদা, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে পূর্ণমন্ত্রীর মর্যাদা পাওয়ায় ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। কালশীর সাংবাদিক পল্লীর পার্শ্ববর্তী খালের সঙ্গে বাউনিয়া পর্যন্ত স্যুয়ারেজ সংযোগ দেয়ায় ওই এলাকার জলাবদ্ধতার সমস্যা এখন আর থাকবে না বলে আশা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের। সরেজমিনে দেখা গেছে, মিরপুর পূরবী থেকে কালশীগামী সড়কটি বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি ডুবে যায়। এটি কালশী সাংবাদিক আবাসিক এলাকার পয়েন্টে। এতে ভোগান্তিতে পড়তে হয় আশপাশের বাসিন্দা ও সড়ক ব্যবহারকারী যানবাহনকে। মূলত খালটি ওয়াসার অধীনে হলেও জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে এই সংযোগ ড্রেনেজ পাইপ নির্মাণ করে দেয় ডিএনসিসি। নির্মিত সংযোগ খালের পাইপলাইনের দৈর্ঘ্য এক হাজার ১শ ৮৮ মিটার। তবে ড্রেনেজ পাইপলাইন নির্মিত হলেও তা রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারের মূল দায়িত্ব ঢাকা ওয়াসাকেই করতে হবে। উদ্বোধনকালে মেয়র আতিক বলেন, এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমত। এর কারণ অনুসন্ধান করলাম এবং সংশ্লিষ্ট সবাইকে বললাম সে সমস্যাটির সমাধানে উপায় খুঁজে বের করতে হবে। এই খাল ওয়াসার হলেও আমরা সিটি কর্পোরেশন নিজেদের উদ্যোগে এটা করে দিলাম। আশা করি এবার বর্ষায় এই এলাকায় আর কোন জলাবদ্ধতা থাকবে না। তবে এই খাল রক্ষায় কালশীবাসীর সচেতনতা চাইলেন মেয়র। খালে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এমন কোন বস্তু বা ময়লা আবর্জনা যেন না ফেলা হয়। মেয়র বলেন, এখন থেকে ডিএনসিসির যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় সেসব স্থানে ওয়াসা ও অন্যান্য কর্তৃপক্ষকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে। মেয়র আতিক বলেন, এই খাল পরিষ্কার করতে গিয়ে আমরা দেখেছি যে কি ধরনের ময়লা আবর্জনা এখান থেকে বের হয়েছে। এমন সব জিনিস এই খাল থেকে উদ্ধার হয়েছে, যা আমাদের অবাক করেছে। এখান থেকে ৮০ ট্রাক ময়লা পরিষ্কার করা হয়েছে। মশারি, জাজিম, তোষক, এমনকি ফার্নিচারের মতো বস্তুও এখানে ফেলা হতো। কিন্তু এখন থেকে খালে এসব ফেলা যাবে না। তিনি কালশী এলাকাবাসীকে খালকে ডাস্টবিনে পরিণত ও যত্রতত্র ময়লা না ফেলার জন্য আহ্বান জানান। এমন করলে ভোগান্তি তো আমাদেরই। তাই কালশী খালের ধারাবাহিকতায় ডিএনসিসি এলাকার অন্যান্য খালের জলাবদ্ধতা নিরসনেও ওয়াসাসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হবে। এছাড়াও ঈদের পর ফুটপাথের দখল ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ করতে শক্ত অভিযান পরিচালনার ঘোষণাও দেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ॥ এর আগে সকাল এগারোটায় মন্ত্রী পদমর্যাদা পাওয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবৃন্দ, সব শহীদ মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধা ও স্মরণ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাইসহ ডিএনসিসির কাউন্সিলরও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মেয়র জানান, মন্ত্রী পদমর্যাদা প্রাপ্তিতে ডিএনসিসির নাগরিকদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঈদের ছুটিতে যারা গ্রামে যাচ্ছেন তাদের উদ্দেশে মেয়র বলেন, গ্রামকে যেমন আমরা সুন্দর ও পরিচ্ছন্ন রাখি, গ্রাম থেকে শহরে ফেরার পরও শহরটাকে তেমনি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।
×