ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খিরুর বুকজুড়ে এখন শুধুই কান্না

প্রকাশিত: ১০:২৯, ২ জুন ২০১৯

 খিরুর বুকজুড়ে এখন শুধুই কান্না

কামরুল এহসান চন্দন, ভালুকা থেকে ॥ এক সময় খরস্রোতা খিরু নদী ছিল ভালুকার আশীর্বাদ। নদীটিতে মিলত বিভিন্ন প্রজাতির মাছ। বুক চিরে চলাচল করত লঞ্চ ও পালতোলা হরেকরকম নৌকা। খিরুর পানি ছিল স্বচ্ছ টলমলে। এলাকার কৃষি কাজে ব্যবহৃত হতো নদীর পানি। নদীর দুপাশের মানুষ গোসল করত খিরুতে। সেই খিরুর বুকজুড়ে এখন শুধুই হাহাকার। খিরুর পানির দিকে তাকানোর জো নেই। খিরুর পানি এখন প্রচন্ড দুর্গন্ধযুক্ত, ধারণ করেছে কালচে বিবর্ণ রঙ। খিরু এখন হয়ে উঠেছে ভয়াবহ বিষাক্ত। খিরুর বুকজুড়ে এখন শুধুই কান্না। দূষণে-দখলে-বর্জ্যে হয়ে উঠেছে বিষাক্ত। খিরুর শাখা প্রশাখার জায়গা সঙ্কুচিত হয়ে গেছে। অবৈধ দখল ও শিল্প কারখানার বর্জ্য ফেলার কারণে তৈরি হয়েছে এ অবস্থা। এলাকার কৃষক নিরুপায় হয়ে এ বিষাক্ত পানি দিয়েই চালাচ্ছে চাষাবাদ। ফলে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন কম হচ্ছে। শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যরে কারণে নদীতে মাছের দেখা মেলা দুষ্কর। সরেজমিনে ঘুরে দেখা যায়, দখলবাজি পরিমাণটাও স্পষ্ট। জবরদখল প্রক্রিয়া থামাতে মাঝেমধ্যে সরকারী পদক্ষেপ নেয়া হলেও নানা সীমাবদ্ধতায় থমকে দাঁড়ায়। প্রভাবশালী দখলবাজরা থাকে অপ্রতিরোধ্য। নদীর পাশ দিয়ে গেলে রাসায়নিক পদার্থের তীব্র কটু গন্ধ লাগবে নাকে। শিল্প-কারখানার বর্জ্য পড়তে পড়তে নদীর পানি একদম পচে রঙিন হয়ে গেছে। বহু দূর পর্যন্ত পানির এ দুর্গন্ধ গিয়ে নাকে লাগে। জানা যায়, প্রায় দেড় যুগ ধরে তৈরি হয়েছে এ অবস্থা। দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে। আগে সব কাজে মানুষ নদীর পানি ব্যবহার করত। গোসল করত। এখন গোসল তো দূরের কথা, এ পানিতে হাত লাগলেই তীব্র চুলকানি হয়। নদীর পানি দূষিত হয়ে যাওয়ায় নদীর পাশের গ্রামে টিউবওয়েল দিয়ে তোলা পানিতেও কটু গন্ধ থাকে। টিউবওয়েল বেশি গভীর করে না বসালে পানি খাওয়া যাচ্ছে না। বয়ডা গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, পানি নষ্ট হয়ে যাওয়ায় নদীপাড়ের বিশাল এলাকার দু-তিন ফসলি জমি এক ফসলি হয়ে গেছে। শুধু বোরো ধান ছাড়া এখানে অন্য কিছু হয় না। কারণ অন্য সময়ের ফসল এ পচা পানি সহ্য করতে পারে না। এ কারণে খিরু নদীর দুই তীরের মানুষের আয় কমে গেছে। তারা আরও জানান, জমিতে বাধ্য হয়েই নদীর পানি ব্যবহার করতে হয়। তারা এখন জমিতে চাষ করে যে পরিমাণ ফসল পান, কিন্তু যদি পানি ভাল থাকত, তাহলে এখানে দুই গুণ বেশি ফসল পেতেন। পচা পানির কারণে ফসলের উৎপাদন কমে গেছে। এ পানি জমিতে বেশি পড়লে চারা গাছ পচে যায়। আর পচা পানিতে জমিতে কাজ করলে হাত-পা চুলকায়। ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার বলেন, ‘পচা পানির কারণে শুষ্ক মৌসুমে খিরু নদীর দু’তীরের ফসল উৎপাদন কম হয়। পানি ভাল থাকলে উৎপাদন ও ফসলের গুণগত মান আরও বাড়ত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা জানান, অবৈধভাবে নদীর দু’পাশের জমি দখলদার উচ্ছেদের নির্দেশনা পেয়েছি। অচিরেই নদীর সীমানা ডিমার্কেশন নির্ধারণ করে আমরা অভিযানে নামব’। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, ‘নদীর সীমানা চিহ্নিতের কাজ চলছে, যে কোন সময় আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করব। আর যে সকল শিল্প কারখানা নদীতে বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করছে তাদের বিরোদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে’।
×