ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সন্দেহভাজন বিদেশী আইএস জঙ্গীদের সিরিয়া থেকে ইরাকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:২৯, ২ জুন ২০১৯

  সন্দেহভাজন বিদেশী আইএস জঙ্গীদের সিরিয়া থেকে ইরাকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনী গোপনে ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৩০ বিদেশী যোদ্ধাকে বিচারের জন্য ইরাকে পাঠিয়েছে। গত বছর ও ২০১৭ সালের শেষের দিকে ওই জঙ্গীদের সিরিয়া থেকে আটক করা হয়। ইরাকী সূত্র, আদালতের নথিপত্র ও বিচারের মুখোমুখি করা জঙ্গীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এক্সপ্রেস ট্রিবিউন। সন্দেহভাজনদের মধ্যে তিনজন আইএসের সদস্য হওয়ায় দোষী সাব্যস্ত হয়েছে এবং ইরাকী আদালত তাদের মৃত্যুদ- দিয়েছে। আর পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। এদের মধ্যে চারজন রয়টার্সকে জানিয়েছে, কারাগারে তাদের নির্যাতন করা হয়েছে। তবে রয়টার্স তাদের ওই দাবি যাচাই করতে পারেনি। যদিও ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিস (সিটিএস) ২০১৭ ও ২০১৮ সালে সিরিয়া থেকে তাদের কাছে বন্দী হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছে এবং বন্দীদের নির্যাতনের দাবিও প্রত্যাখ্যান করেছে। ইরাকী আদালতের নথি, মার্কিন আটক রেকর্ড, গোয়েন্দা ও বিচারিক সূত্রসহ এর সঙ্গে জড়িত লোকজনের কাছ থেকে জানা গেছে, সিরিয়ায় আটক হাজার হাজার আইএস জঙ্গীদের ভাগ্য অমীমাংসিত রয়েছে। তবে ৩০ সন্দেহভাজন বিদেশী জঙ্গীকে ইরাকে হস্তান্তর করা হয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সদস্যরা তাদের আটক করে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড রয়টার্সের পাওয়া তথ্যের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কুর্দী মিলিশিয়াদের কাছে আটক বন্দীদের নিয়ে চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করেছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান জানিয়েছেন, সিরিয়ায় এসডিএফ হেফাজতে থাকা বিদেশী জঙ্গীদের বিষয়টি অত্যন্ত জটিল সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্র চায়, বিদেশী যোদ্ধাদের বিচার, পুনর্বাসন কর্মসূচী অথবা অন্য উপায়ে সংশ্লিষ্ট দেশগুলো দায়িত্ব নিক, যাতে তারা পুনরায় সন্ত্রাসবাদে জড়িত না হতে পারে। আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যাপকভাবে কাজ করছি, যাতে এই বিদেশী যোদ্ধারা আর কখনই কারও জন্য হুমকির কারণ না হয়। আইএসে ভূমিকার আট ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে- যারা বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, মিসর ও মরক্কোর নাগরিক।
×