ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ তাপমাত্রার গ্রাম

প্রকাশিত: ১০:০৩, ২ জুন ২০১৯

 সর্বোচ্চ তাপমাত্রার গ্রাম

ভারতের মহারাষ্ট্রের চন্দ্রাপুর গ্রাম বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রার গ্রাম হিসেবে নতুন রেকর্ড গড়েছে। গত মাসে গ্রামটির তাপমাত্রা ৪৮ ডিগ্রী পর্যন্ত পৌঁছায়। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আরও কয়েক দিন এ অবস্থা থাকবে। জ্যৈষ্ঠের মাঝামাঝি এসে মহারাষ্ট্রের এই এলাকার তাপমাত্রা ছুঁয়েছে ৪৮ ডিগ্রী সেলসিয়াসে। এটি ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০১০ সালের পাকিস্তানের জোকোবাবাদে রেকর্ড তাপমাত্রা ছোঁয় ৫৩ ডিগ্রীর সেলসিয়াস। এনডিটিভির খবরে বলা হয়েছে, রেকর্ড বুক বলছে মহারাষ্ট্রের এ তাপমাত্রা এই মৌসুমে এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা। চন্দ্রাপুরের পরই আছে রাজস্থানের নাম। লু হাওয়া বইছে মহারাষ্ট্র জুড়ে। এখানকার তাপমাত্রা ৪৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। তীব্র দাবদাহে নাভিশ্বাস অবস্থা এখানকার মানুষের। রাজস্থানের রাজ্যের অন্য প্রান্তে বিকানির ও গঙ্গানগর। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। জয়সলমির, কোটা ও বারমের তাপমাত্রা ছুঁয়েছে ৪৫-এর ঘর। -টাইমস অব ইন্ডিয়া
×