ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের আগে খালেদার মুক্তি চাই ॥ মোশাররফ

প্রকাশিত: ১০:০১, ২ জুন ২০১৯

  ঈদের আগে  খালেদার  মুক্তি চাই ॥  মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী রাখা হয়েছে অভিযোগ করে পবিত্র মাহে রমজানে তিনি চরম অসুস্থ অবস্থায় প্রিজন সেলে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা খালেদা জিয়াকে ঈদের আগে মুক্তি দেয়া হোক। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা প্রস্তুত হচ্ছেন জানিয়ে রিজভী বলেন, দেশে গণতন্ত্রের শুভদিন ফিরবে। বিএনপি বিভেদ-বিভাজন ও হতাশায় বিশ্বাস করে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে। মানুষ ফিরে পাবে তার নাগরিক স্বাধীনতা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হবে আরও শক্তিশালী। রিজভী বলেন, আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার নয়। কোন বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতা, উস্কানিমূলক কথাবার্তা, কোন ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। দুঃশাসনের অবসান হবেই। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। কালরাত অতিক্রম করে নব সূর্যোদয়ের আলো ফুটবেই। রুহুল কবির রিজভী বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। রিজভী বলেন, খালেদা জিয়াকে দেয়া ৩০ টাকার ইফতার নিয়েও সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা উপহাস ও অহমিকা প্রকাশ করছেন। একজন বন্দীকে নিপীড়ন-নির্যাতন করে সেটি নিয়ে আবার ঠাট্টা তামাশা করা হচ্ছে। বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ অত্যন্ত সচেতন ও সুচতুরভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারা বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, খুন করেছে, অনেককে গুম করে দিয়েছে। রাজনৈতিক কর্মকান্ডে বাধা দিচ্ছে। আইন আদালতকে কুক্ষিগত করে জামিন ও রায়ে প্রভাব বিস্তার করছে। সবদিক দিয়ে আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। রিজভী বলেন, তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সর্বস্তরের নেতাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। তাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করে বিভিন্ন জেলা-উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিগুলো গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে সাংগঠনিক কর্মকান্ডে এসেছে নতুন গতি। উজ্জীবিত হয়ে উঠছেন দলের নেতাকর্মীরা। দলে সৃষ্টি হচ্ছে ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য। এই মুহূর্তে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে সকল পরিস্থিতি মোকাবেলা করতে তারেক রহমান আহ্বান জানিয়েছেন। সড়কের শৃঙ্খলা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-এবার ঈদে যাত্রীদের দুর্ভোগ হবে না। আরও বলেছেন, দেশের ইতিহাসে বর্তমানে সড়কের অবস্থা সবচেয়ে ভাল। আমি বলব ওনার বক্তব্য জনগণের সঙ্গে চরম রসিকতা। কারণ, সড়ক ব্যবস্থা এতটাই ভাল যে, শুধু ঢাকার অদূরে গাজীপুর যেতে সময় লাগে কমপক্ষে ৪ থেকে ৫ ঘণ্টা। উত্তরাঞ্চলের অবস্থা আরও নাজুক। ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে উত্তরের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে, উত্তরাঞ্চলের যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-কুষ্টিয়াসহ দেশের সকল সড়ক মহাসড়কগুলোতে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের বেহাল দশার কারণে ঈদে ঘরমুখী মানুষ ঝুঁকছে ট্রেনের দিকে। কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকালের ট্রেন বিকেলেও পাওয়া যায়না। রেলমন্ত্রী এজন্য জাতির কাছে দুঃখ প্রকাশও করেছেন। লঞ্চ টার্মিনালগুলো থেকেও লঞ্চ ছাড়ছে দেরি করে। বাস ও লঞ্চযাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ। ঈদের আগে খালেদার মুক্তি চাই- ড. মোশারফ ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানবিক কারণে ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চাই। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তাই দেশের মানুষ আস্তে আস্তে উত্তেজিত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। জনগণের সামনে কোন শক্তি দাঁড়াতে পারবে না। তিনি বলেন, সরকার বিএনপিকে দুর্বল করার জন্য নানাভাবে অপপ্রচার করছে। তবে বিএনপি আগের মতোই শক্তিশালী আছে। তিনি বলেন, এ সঙ্কটকালীন জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করা সম্বব। বিশেষ অতিথির বক্তব্যে এমাজউদ্দীন আহমদ বলেন, গণতন্ত্রের জননী খালেদা জিয়া কারাগারে কষ্ট করছেন। মাত্র দুই কোটি টাকাকে কেন্দ্র করে এমনটি করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর কাছের লোকজন দুই হাজার কোটি টাকা বা তার চেয়েও বেশি টাকা নিয়ে যাচ্ছে তার কোন শাস্তি হচ্ছে না। আয়োজক সংগঠনের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ এহ্সানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদদ ইব্রাহীম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
×