ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইডবেঞ্চে খাজা নাকি মার্শ?

প্রকাশিত: ১০:৩৭, ১ জুন ২০১৯

 সাইডবেঞ্চে খাজা নাকি মার্শ?

স্পোর্টস রিপোর্টার ॥ মাঝের একটা বছর অস্ট্রেলিয়া দলে ছিলেন না। কিন্তু ফেরার পর থেকেই আবার অন্যতম ভরসার নাম হয়ে গেছেন। ওপেনার ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞার খড়গে পড়ার পর অসিদের অনেক সংগ্রাম করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এ্যারন ফিঞ্চ আর উসমান খাজা মানিয়ে নিয়েছেন এবং সর্বশেষ দুই সিরিজে দুর্দান্ত ব্যাটিংও করেছেন দু’জন। তবে ওয়ার্নার ফেরার পর অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি নিয়ে শুরু হয়েছে মাথাব্যথা। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য ওয়ার্নার-ফিঞ্চ ওপেনিং করেছেন, খাজা পাঁচ নম্বরে ব্যাট করেছেন। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়ার্নার খেলতে পারেননি পায়ের পেশিতে টানা লাগায়। আজ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ওয়ার্নারের খেলা নিয়ে কিছুটা সংশয় আছে। তবে শুক্রবার ব্রিস্টল কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ২ ঘণ্টা অনুশীলন করে সেই শঙ্কার মেঘ অনেকটাই কাটিয়েছেন তিনি। ওয়ার্নারের খেলার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে খাজা কিংবা তিন নম্বরে খেলা শন মার্শের মধ্যে একজনকে একাদশের বাইরে থাকতে হবে। সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন ফিঞ্চ-খাজা। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্প্রতিই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দু’জন ব্যাট হাতে। তবে এরপরই দলে যোগ হয়েছেন ওয়ার্নার। ফর্মে থাকতে থাকতেই তিনি বল টেম্পারিংয়ের দোষে দুষ্ট হয়ে নিষিদ্ধ হয়েছিলেন এক বছরের জন্য। দলে ফেরার আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। আর তাই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই দলে ঢুকে গেছেন এবং টিম ম্যানেজমেন্টও এক পায়ে খাঁড়া ওয়ার্নারকে খেলাতে। কারণ যে কারও চেয়ে ওপেনিংয়ে ওয়ার্নারের ওপরই বেশি আস্থা অসিদের। তবে গত বুধবার অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে টান লেগেছিল ওয়ার্নারের। এর আগেই অবশ্য দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে ছিলেন বাঁহাতি এ ওপেনার। কিন্তু অনুশীলনে ব্যথা পাওয়ার পর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়ে দেখা দেয় সংশয়। ফিটনেস ঠিক থাকলে আজ ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে একাদশে নামবেন তিনি এমনটাই জানিয়েছিল অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ৯০ মিনিট নেটে ব্যাটিং করে নিজের ফিটনেসের ভালই প্রমাণ দিয়েছেন তিনি। এরপর আবার সতীর্থদের সঙ্গে ফিল্ডিংয়ের অনুশীলনটাও করেছেন ওয়ার্নার। অর্থাৎ আজকের ম্যাচ খেলতে আর কোন বাধাই নেই ওয়ার্নারের।
×