ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ১০:৩৭, ১ জুন ২০১৯

 পাকিস্তানকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নটিংহ্যামে ক্যারিবীয়দের পেস-তান্ডবে ছারখার পাকিস্তান ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফখর জামান ও বাবর আজম আউট হন সমান ২২ রান করে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মোহাম্মদ হাফিজ (১৬) ও ওয়াহাব রিয়াজ (১৮)। জবাবে ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাওয়া জেসন হোল্ডারের উইন্ডিজ তুলে নেয় ১০৮ রান। ৪/২৭- দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা পেসার ওশেন থমাস। ১০৫/১০- বিশ্বকাপ ইতিহাসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। সর্বনিম্ন ৭৪/১০- ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের দল! এ কারণেই পাকিস্তান ‘আনপ্রেডিক্টেবল’। সরফরাজ আহমেদের দল এ নিয়ে টানা এগারো ওয়ানডেতে হারল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল মাত্র ১০৬ রান। ওপেনিংয়ে শাই হোপকে (১১) নিয়ে ঝড় তোলেন ক্রিস গেইল। মোহাম্মদ আমিরের শিকারে পরিণত হওয়ার আগে ৩৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন এই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। ড্যারেন ব্রাভো (০) শূন্য হাতে ফিরলেও দলকে জয়ের বন্দরে ভেড়ান নিকোলাস পুরান (৩৪) ও শিমরন হেটমায়ার (৭)। পাকিস্তানের হয়ে ৩টি উইকেই নেন পেসার মোহাম্মদ আমির। এর আগে হাল্কা ঘাস ও মেঘলা আবহাওয়ায় টস জিতে সতীর্থদের হাতে বল তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। যার পুরো ফায়দা তুলে পাকিস্তানকে লজ্জায় ডুবিয়েছেন থমাস-রাসেলরা। ষষ্ঠ ওভারে ১৬ বলে ২২ তোলা ফখর আউট হওয়ার পরই শুরু ক্যারিবীয় পেসারদের তান্ডব । দশম ওভারে ফখরের পর সোহেলকেও তুলে নেন রাসেল। তবে পাকিদের সর্বনাশ করেছেন ওশান টমাস ও জেসন হোল্ডার (৩/৪২)। গতি ও সুইং দিয়ে দুইপ্রান্তে ত্রাস সৃষ্টি করেন। শেষ উইকেট জুটিতে ২২ রান না এলে এক শ’ রানও পেত না পাকিস্তান। ওয়াহাব রিয়াজের এলোপাতাড়ি তিন শটে ১০৫ রান করে পাকিস্তান। আন্দ্রে রাসেল ৩ ওভারে ২ উইকেট নিয়েছেন মাত্র ৪ রান দিয়ে।
×